কটক: কয়েক কেজি চাল চাওয়া নিয়ে বিবাদ। নিজের মা’কেই মেরে ফেলল অভিযুক্ত যুবক। ঘটনা ওড়িশার। ছেলের হাতেই খুন হয়েছেন মা, তাও কারণ কী? সামান্য পরিমাণ চাল চাওয়া নিয়ে।
কী হয়েছিল সেদিন?
মৃতার নাম রাইবরি সিংহ। থাকেন ওড়িশার ময়ূরভঞ্জ এলাকায়। তার পরিবারের অভিযোগ ছেলের হাতেই নাকি খুন হয়েছেন তিনি। তাও আবার রেশনের চাল নিয়ে তৈরি হওয়া বচসায়। ইতিমধ্যে, রাইবরির ছেলের বিরুদ্ধে পুলিশের দায়ের হয়েছে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মায়ের কাছে রেশন দোকান থেকে আনা ১০ কেজি চাল চাইতে গিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু চাল দিতে একেবারেই নারাজ ছিলেন মা। এরপরই বাঁধে বচসা। চাল নিয়ে তুঙ্গে ওঠে বিবাদ। রাগের মাথায় ধারালো অস্ত্র নিয়ে মায়ের গলায় কোপ মারেন অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা রাইবরি সিংহের।
তখনই নিজের ভুল বুঝতে পারেন সেই অভিযুক্ত। নিজের মাকেই যে রাগের মাথায় খুন করে ফেলেছেন, তা বুঝতেই একেবারে পায়ের তলা থেকে মাটি সরে যায় তার। অনুশোচনায় নিজের গলাতেও সেই একই অস্ত্র দিয়ে কোপ বসায় অভিযুক্ত।
উল্লেখ্য়, ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এদিন বাড়়ি ফিরেই সর্বপ্রথম মায়ের মৃতদেহ উদ্ধার করেন অভিযুক্তের আরেক ভাই। দিন মজুরির কাজে সকাল থেকেই বাড়ি ছিলেন না তিনি। কিন্তু দুপুরে বাড়িতে খেতে এসে রীতিমতো থমকে যান অভিযুক্তের ভাই লক্ষ্মীকান্ত সিংহ।
ঘরে ঢুকতেই তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মা। প্রাণ ততক্ষণে গিয়েছে তার। আর মায়ের মৃতদেহের অদূরেই পড়ে ভাইয়ের দেহ। হাতে সেই ধারালো অস্ত্র। এরপরই তড়িঘড়ি পুলিশকে ফোন করেন তিনি। অভিযুক্তের তখন প্রাণ রয়েছে দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে, চিকিৎসকদের সূত্রে।