মন ভাল করা খবর! ৮ দিন বয়সে করোনার সঙ্গে ঢিসুম ঢিসুম, যুদ্ধ জিতে বাড়ি ফিরল একরত্তি

গত কয়েকদিনে হু হু করে বাড়ছে দেশের করোনা (COVID-19) সংক্রমণ। সঙ্গী মৃত্যু মিছিলও।

মন ভাল করা খবর! ৮ দিন বয়সে করোনার সঙ্গে ঢিসুম ঢিসুম, যুদ্ধ জিতে বাড়ি ফিরল একরত্তি
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: May 01, 2021 | 9:42 AM

গাজিয়াবাদ: আট দিনেই কোভিড-১৯ পজিটিভ। তবু এমন ভয় দেখিয়েছে করোনাকে (COVID-19), বাপ বাপ বলে পালিয়েছে ‘দুষ্টু’ ভাইরাস। করোনাকে হারিয়ে যুদ্ধ জিতে বাড়ি ফিরেছে একরত্তি। অনেক খারাপের মধ্যেও মন ভাল করে দেওয়া খবরটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের।

গত কয়েকদিনে হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। সঙ্গী মৃত্যু মিছিলও। কোথাও আংশিক লকডাউন, কোথাও কার্ফু—পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলির হিমশিম খাওয়ার দশা। উত্তর প্রদেশের ছবিটাও মোটেই ভাল নয়। সংক্রমণ-মৃত্যু দুই নিয়েই নাজেহাল যোগী সরকার।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে আপনার নাম শোনা যাচ্ছে’, প্রশ্ন শুনে ‘ভাবলেশহীন’ দিলীপ কী জবাব দিলেন

আরও পড়ুন: ফ্ল্যাটে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল দেহ, করোনায় মৃতদেহ নিয়ে চূড়ান্ত হয়রানি

এরইমধ্যে গাজিয়াবাদের যশোদা হাসপাতাল থেকে এল ভাল খবর। টানা ১৫দিন হাসপাতালে চিকিৎসার পর কোভিডকে জয় করে বাড়ি ফিরল এক শিশু। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘যশোদা হাসপাতালের চিকিৎসকরা বলেন, সন্তান প্রসবের আগে মহিলা কোভিড নেগেটিভ ছিলেন। সুস্থ সন্তানের জন্ম দিয়ে বাড়ি ফিরে যান। এরপরই করোনা সংক্রমিত হন। ৮ দিনের বাচ্চাটিও পজিটিভ হয়। ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিল। এখানেই চিকিৎসা করা হয়। এখন বাচ্চাটি কোভিড মুক্ত। বাড়িও ফিরে গিয়েছে।’