Crime: সকালে রাখি পরেছিল, রাতে খুড়তুতো বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ
Crime: পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে তারা বুঝতে পারে এটা আত্মহত্যার ঘটনা নয়। ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পান তদন্তকারীরা। কিশোরীর পরিজনদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে দেখা যায়, সব উত্তর দিচ্ছেন অভিযুক্ত যুবক।

লখনউ: নৃশংস। সকালে খুড়তুতো বোনের কাছ থেকে রাখি পরেছিলেন। রাতে সেই খুড়তুতো বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি, মৃতদেহকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রমাণেরও চেষ্টা করলেন অভিযুক্ত যুবক। শেষপর্যন্ত অতিসক্রিয়তায় ধরিয়ে দিল তাঁকে। উত্তর প্রদেশের অরাইয়ার।
পুলিশ জানিয়েছে, গত শনিবার বছর তেত্রিশের অভিযুক্ত যুবক তাঁর কাকার বাড়িতে যান। সেখানে বছর চোদ্দোর খুড়তুতো বোনের কাছে রাখি পরেন। ওইদিন রাতে মদ্যপ অবস্থায় ফের কাকার বাড়িতে যান ওই যুবক।
অভিযোগ, খুড়তুতো বোনকে ধর্ষণের পর খুন করেন তিনি। তারপর মৃতদেহে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেন। ওই কিশোরীর বাবা পাশের রুমেই ঘুমোচ্ছিলেন। কিন্তু, তিনি কিছু বুঝতে পারেননি। পরদিন সকালে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তিনি।
পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে তারা বুঝতে পারে এটা আত্মহত্যার ঘটনা নয়। ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পান তদন্তকারীরা। কিশোরীর পরিজনদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে দেখা যায়, সব উত্তর দিচ্ছেন অভিযুক্ত যুবক। অন্য কাউকে বলার সুযোগ দিচ্ছেন না। তাঁর অতিসক্রিয়তা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
অরাইয়ার পুলিশ সুপার অভিজিৎ শঙ্কর বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের উল্লেখ করা হয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছে।”

