হঠাতই সুসময়ে INDIA! উত্তরের দুই রাজ্যেই পাকা আসন ভাগাভাগির ফর্মুলা

INDIA alliance: পরপর দুটো দিন ব্যতিক্রমীভাবে ভাল গেলে ইন্ডিয়া জোটের জন্য। বুধবারই উত্তর প্রদেশে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছিল। বৃহস্পতিবার একই ছবি দেখা গেল দিল্লিতে। সূত্রের খবর, দিল্লিতেও আসন ভাগাভাগির বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইন্ডিয়া জোটের দুই শরিক, কংগ্রেস এবং আম আদমি পার্টি। কারা কটি

হঠাতই সুসময়ে INDIA! উত্তরের দুই রাজ্যেই পাকা আসন ভাগাভাগির ফর্মুলা
আপের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চূড়ান্ত কংগ্রেসেরImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 2:44 PM

নয়া দিল্লি: চলতি বছরের শুরু থেকে ইন্ডিয়া জোটের সময়টা মোটেই ভাল যাচ্ছিল না। একের পর এক দল জোট ছেড়েছে, বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির আলোচনা ব্যর্থ হয়েছে। এরই মধ্যে পরপর দুটো দিন ব্যতিক্রমীভাবে ভাল গেলে ইন্ডিয়া জোটের জন্য। বুধবারই উত্তর প্রদেশে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছিল। বৃহস্পতিবার একই ছবি দেখা গেল দিল্লিতে। সূত্রের খবর, দিল্লিতেও আসন ভাগাভাগির বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইন্ডিয়া জোটের দুই শরিক, কংগ্রেস এবং আম আদমি পার্টি। সূত্রের মতে, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটি আসনে লড়বে আপ, আর বাকি তিনটি আসনে লড়বে জাতীয় কংগ্রেস। শিগগিরই সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

দিন কয়েক আগেই, দিল্লিতেও আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। পঞ্জাবে আপ-কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আপ সাংসদ সন্দীপ পাঠকও জানিয়েছিলেন, দিল্লিতে কংগ্রেসকে মাত্র ১টি আসন ছাড়তে চায় আপ। গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং পুর নির্বাচনে কংগ্রেসের হতশ্রী দশা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘কংগ্রেসের একটি আসনও প্রাপ্য নয়।’ তবে, কংগ্রেসের পক্ষ থেকে ৪-৩ ফর্মুলাই দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই ফর্মুলাই আপ মেনে নিতে চলেছে বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, চাঁদনি চক, পূর্ব দিল্লি এবং উত্তর দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। আর আপ প্রার্থী দেবে, দক্ষিণ, উত্তর-পশ্চিম, পশ্চিম দিল্লি এবং নয়াদিল্লি কেন্দ্রে। ওই সূত্র আরও জানিয়েছে, দিল্লিতে কংগ্রেস অন্তত একজন দলিতকে প্রার্থী করতে চায়। এছাড়া, রাজধানী থেকে একজন মহিলা প্রার্থীও দেবে কংগ্রেস।

দিল্লিতে কংগ্রেসের আসন ভাগাভাগির ফর্মুলা কেন মেনে নিল আপ? মনে করা হচ্ছে, অন্যান্য রাজ্যে আপের দাবি মেনে নিতে রাজি হয়েছে কংগ্রেস। আর তাতেই দিল্লিতে কংগ্রেসকে ৩টি আসন ছাড়তে সম্মত হয়েছে অরবিন্দ কেজরীবালের দল। শোনা যাচ্ছে, হরিয়ানায় একটি এবং গুজরাটে দুটি আসন আপকে ছাড়তে চলেছে কংগ্রেস। গোয়ায়, দক্ষিণ গোয়া কেন্দ্রটি কংগ্রেসকে ছেড়ে দেবে আপ। বস্তুত, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কংগ্রেস এবং আপের মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে কোনও অসন্তোষ নেই বলে মনে করা হচ্ছে। এমনকি, পঞ্জাবে যে আলাদা লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও দুই দলের মধ্যে বিরোধ নেই।

এর আগে, বুধবার উত্তর প্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গেও কংগ্রেসের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি আসন কংগ্রেসকে ছাড়তে সম্মত হয়েছে সপা। রাজ্যের বাকি ৬৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অখিলেশ যাদবের দল। এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের জন্য তিনটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। সব মিলিয়ে ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি নামগুলি শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।