নয়া দিল্লি: নির্বাচনী প্রচারসভাগুলি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবারই বলেছিলেন, সত্তরোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের আর চিন্তা নেই। তাঁদের চিকিৎসা নিয়ে মাথা ঘামাতে হবে না, তাঁদের ছেলেমেয়েদের। নিজের দিকে দেখিয়ে বলতেন, দিল্লিতে তাঁদের এক ছেলে বসে আছে। ভোট মিটতেই সেই সব সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকদের সত্যি সত্যি সুখবর দিল মোদী সরকার। বৃহস্পতিবার (২৭ জুন), সংসদে ভাষণ দেওয়ার সময়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে, ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি আরও জানান, দেশে ২৫,০০০ জনৌষধী কেন্দ্র খোলার কাজও দ্রুত গতিতে চলছে। এই ২৫,০০০ সাশ্রয়ী মূল্যের ওষুধের দোকান খোলার কথা অন্তর্বর্তীকালীন বাজেটেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি আরও জানান, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-র অধীনে ৫৫ কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। তিনি বলেন, “এছাড়া, সরকার এই ক্ষেত্রে আরও একটি সিদ্ধান্ত নিতে চলেছে। এখন ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিও আয়ুষ্মান ভারত যোজনার অধীনে বিনামূল্যে চিকিত্সার সুবিধা পাবেন।”
প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহৎ সর্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প হল এই আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য প্রতি বছর ১২ কোটি পরিবার ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার সুবিধা পান এই সরকারি প্রকল্পে। কোন হাসপাতালগুলি এই প্রকল্পের আওতায় আসবে, তার জন্য হসপিটাল এম্প্যানেলমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের অধীনে হাসপাতালগুলিকে তালিকাভুক্ত করার দায়িত্ব থাকে রাজ্যের স্বাস্থ্য সংস্থাগুলির উপর।