AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Ganguly’s health Condition: হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে…

Abhijit Ganguly’s health Condition: তলপেটের সমস্যা নিয়ে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। চিকিৎসকরা সেই সময় জানিয়েছিলেন তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। কিন্তু দিন যত এগিয়েছে তাঁর শারীরিক অবস্থার অবনতি ততধিক হয়। তারপরই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল।

Abhijit Ganguly’s health Condition: হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে...
এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2025 | 11:57 AM
Share

নয়া দিল্লি: দিল্লির এইমস থেকে ছুটি পেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা তাঁকে এখনই বেশি জার্নি করতে বারণ করেছেন। শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলেও ডাক্তারদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি। বস্তুত, শারীরিক অবস্থা অবনতি হওয়ায় জন্য কলকাতা থেকে দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। আজ, মঙ্গলবার সেখান থেকেই ছাড়া পেলেন তিনি।

তলপেটের সমস্যা নিয়ে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। চিকিৎসকরা সেই সময় জানিয়েছিলেন তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। কিন্তু দিন যত এগিয়েছে তাঁর শারীরিক অবস্থার অবনতি ততধিক হয়। শুধু গ্যাস্ট্রোইনটেস্টাইনাল নয়, ডেয়াবেটিসেরও সমস্যা রয়েছে প্রাক্তন বিচারপতির। আর সুস্থতার পথে মধুমেয় রোগ যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে কথাই মনে করেছিলেন চিকিৎসকরা।

এরপর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় অভিজিৎকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সেখানে দীর্ঘদিন তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। পরে চিকিৎসকদের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে।যেহেতু এই মুহূর্তে তাঁকে বেশি জার্নি করতে নিষেধ করেছেন ডাক্তাররা সেই কারণে এখনই কলকাতা ফিরছেন না প্রাক্তন বিচারপতি। দিল্লিতেই আপাতত থাকছেন তিনি।