Abhishek Banerjee: কারা করেননি কাজ? নামের লিস্ট মমতাকে পাঠালেন অভিষেক, এরপরই…
TMC: প্রসঙ্গত, তৃণমূলের রদবদল নিয়ে আগেই বার্তা দেওয়া হয়েছিল। অভিষেক জানিয়েছিলেন, ঠিক সময়ে দলের সাংগঠনিক রদবদল হবে। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

নয়া দিল্লি: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। ঠিক মতো কাজ না করলে ব্যবস্থা নেবে দল। অর্থাৎ,’পারফরম্যান্স’-এর উপরেই জোর দেবেন বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এও বলেছিলেন,”এই পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ব্লক সভাপতি জেলাপতিদের বেছে নেওয়া হবে।” সেই কথা মতোই এবার কাজ। সূত্রের খবর, সংগঠনের নিষ্ক্রিয় ও’গদ্দার’ কর্মী কারা? সেই রিপোর্ট তৈরি করে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২৪ লোকসভা নির্বাচনের পরে প্রত্যেক এলাকাভিত্তিক কোন কোন নেতা কর্মী নির্বাচনে কাজ করেননি তার রিপোর্ট তৈরির দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তিন মাসের মধ্যে এই রিপোর্ট তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সোমবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় অভিষেক জানান,সেই রিপোর্ট তৈরি করে তিনি দলনেত্রীর হাতে দিয়ে দিয়েছেন। কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,কাকে বদলানো হবে এই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী।
প্রসঙ্গত, তৃণমূলের রদবদল নিয়ে আগেই বার্তা দেওয়া হয়েছিল। অভিষেক জানিয়েছিলেন, ঠিক সময়ে দলের সাংগঠনিক রদবদল হবে। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শুধু তাই নয়, তিনি এও বলেছিলেন,” যারা দলের হয়ে কাজ করছেন,দলের কথা ভেবেছেন তাঁদের চিন্তা করার কোনও কারণ নেই।” বস্তুত, ২০২৪ এর লোকসভা ভোটে তৃণমূল ব্যাপক জয় পেলেও ওয়ার্ড ভিত্তিক ফলাফলে একাধিক জায়গায় পিছিয়ে ছিল। এই হারের কারণ কী তা খতিয়ে দেখতে ময়দানে নামেন খোদ তৃণমূলের নম্বর ‘টু’। তারপর দলের কর্মীদের কড়া বার্তা দেন। আগামী বছরে বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনের মতো যাতে একই ভুল না হয় তা নিয়ে সতর্ক তৃণমূল নেতৃত্ব। তাই ইতিমধ্যেই তালিকা প্রস্তুত করেছেন অভিষেক। কারা-কারা কাজ করেননি সেই সকল নামের তালিকা প্রস্তুত করে তা পাঠিয়েছেন সুপ্রিমোর কাছেই।





