আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে বড় অগ্রগতি, কেন্দ্রের মুখবন্ধ খাম নিল না শীর্ষ আদালত
Supreme Court on Adani Hindenburg row: আদানি - হিন্ডেনবার্গ বিতর্কে বড় অগ্রগতি। কেন্দ্রের কাছ থেকে মুখবন্ধ খামে বিশেষজ্ঞ কমিটির সদস্যদের নাম নিতে রাজি হল না সুপ্রিম কোর্ট।
নয়া দিল্লি: আদানি – হিন্ডেনবার্গ বিতর্কে বড় অগ্রগতি। কেন্দ্রের কাছ থেকে মুখবন্ধ খামে বিশেষজ্ঞ কমিটির সদস্যদের নাম নিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আমরা এই মামলায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে চাই। যদি আমরা মুখবন্ধ খাম থেকে কেন্দ্রের পরামর্শ গ্রহণ করি, তাহলে স্বাভাবিকভাবেই অন্য পক্ষ তা জানতে পারবে না। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সম্পূর্ণ স্বচ্ছতা চাই। আমরাই একটি কমিটি গঠন করব। আদালত এটা করলে পুরো বিষয়টির প্রতি মানুষের আস্থা থাকবে।” চলতি মাসের শুরুতেই আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চের পক্ষ থেকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ তোলা হয়। তারপর থেকে আগানী গোষ্ঠীর আওতাধীন প্রায় সবকটি সংস্থার শেয়ারের দরের অবাক করা পতন ঘটেছে।
১০ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্ট আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল কেন্দ্রকে। তাতে আপত্তি করেনি কেন্দ্র। তবে কেন্দ্র আরও জানিয়েছিল যে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি এবং অন্যান্য বিধিবদ্ধ সংস্থাগুলিও এই কাজ করতে সক্ষম। এরপর এক সরকারি সূত্রে জানা গিয়েছিল, কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের পরামর্শ মতো কমিটির সদস্যদের নামের একটি তালিকা তৈরি করেছে। মুখবন্ধ খামে সেই নামের তালিকা শীর্ষ আদালতে হস্তান্তর করা হবে।
সেই মতো, শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে আদালতে একটি মুখবন্ধ খামে এই কমিটির সদস্য হওয়ার উপযুক্ত ব্যক্তিবর্গের নামের এক তালিকা প্রস্তাব করা হয়। কিন্তু সেই পরামর্শ গ্রহণ করেনি প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি এস নরসিংহ এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আদালত নিজস্ব গবেষণার পর, একটি আদেশ জারি করে এই কমিটি গঠন করবে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি আরও বলেন, “নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই অনুমান করে এই তদন্ত শুরু করা যায় না।” এখনও পর্যন্ত, আদানি-হিন্ডেনবার্গ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারি, কংগ্রেস নেতা জয় ঠাকুর এবং মুকেশ কুমার নামে সমাজকর্মী এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে মামলা করেছেন।