Mohammed Shami on Modi: ভোট দিয়ে বেরিয়ে মহম্মদ শামির মুখে মোদীর নাম, বললেন, ‘গর্বের বিষয় যে…’

Apr 26, 2024 | 11:41 PM

Narendra Modi: আমরোহায় ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, "আমরোহা শুধু ঢোলক নয়, দেশের ডঙ্কাও বাজায়। ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির যে অবদান তা সারা বিশ্ব দেখেছে। খেলায় মহম্মদ শামির অসামান্য অবদানের জন্য কেন্দ্র সরকার তাঁকে অর্জুন সম্মান দিয়েছে।"

Mohammed Shami on Modi: ভোট দিয়ে বেরিয়ে মহম্মদ শামির মুখে মোদীর নাম, বললেন, গর্বের বিষয় যে...
মোদীর মুখে নিজের নাম শুনে গর্বিত শামি।

Follow Us

উত্তর প্রদেশ: ভোটদানের পর ভারতীয় পেসার মহম্মদ শামির মুখে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। জানালেন, মোদীর মুখে নিজের নাম শুনে কতটা গর্ব বোধ করেছেন তিনি। দ্বিতীয় দফার ভোটে উত্তর প্রদেশের আমরোহায় ভোটদান করেন ভারতীয় এই ক্রিকেট তারকা। নিজের গ্রামের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর শামি বলেন, “ভোট দেওয়া আমাদের সকলের অধিকার। পছন্দের সরকার বেছে নেওয়াটাও অধিকারের মধ্যেই পড়ে। তাই বলব সকলে যেন ভোট দেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সরকার গড়ুন।”

এরপরই ডানহাতি পেসার মহম্মদ শামি বলেন, “আমরোহায় ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার এবং আমার খেলার প্রশংসা করেছেন। এটা গর্বের বিষয়।” আমরোহায় ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, “আমরোহা শুধু ঢোলক নয়, দেশের ডঙ্কাও বাজায়। ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির যে অবদান তা সারা বিশ্ব দেখেছে। খেলায় মহম্মদ শামির অসামান্য অবদানের জন্য কেন্দ্র সরকার তাঁকে অর্জুন সম্মান দিয়েছে।”

প্রসঙ্গত, শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা ভোটে উত্তর প্রদেশের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। আমরোহার পাশাপাশি মেরুট, বাঘপত, গাজিয়াবাদ, গৌতমবুদ্ধ নগর, আলিগড়, মথুরা, বুলন্দশহর কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সারা দেশে ৮৮টি কেন্দ্রে এদিন ভোটগ্রহণ চলে।

Next Article