Canada Diplomat Removal: চাপের মুখে নতি স্বীকার, ভারত থেকে একাধিক রাষ্ট্রদূতকে সরিয়ে নিল কানাডা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 06, 2023 | 4:39 PM

India-Canada Row: কানাডার বেসরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ৪১ জন রাষ্ট্রদূতকে নয়, ধাপে ধাপে কানাডা ভারতে থাকা রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রাষ্ট্রদূতকে ভারত থেকে সরিয়ে সিঙ্গাপুর ও কুয়ালা লামপুরে নিয়ে যাওয়া হয়েছে।

Canada Diplomat Removal: চাপের মুখে নতি স্বীকার, ভারত থেকে একাধিক রাষ্ট্রদূতকে সরিয়ে নিল কানাডা
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

ওন্টারিও: সময়সীমা বেঁধে দিয়েছিল ভারত সরকার। নির্ধারিত সেই সময়ের আগেই ভারত থেকে রাষ্ট্রদূতদের (Diplomats) সরিয়ে নিল কানাডা সরকার (Canada Government)। সূত্রের খবর, কানাডার রাষ্ট্রদূতদের রাজধানী দিল্লি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। আগামী ১০ অক্টোবর অবধি সময় বেঁধে দেওয়া হয়েছিল সরকারের তরফে। সেই নির্ধারিত সময়ের আগেই ভারত থেকে রাষ্ট্রদূতদের সরিয়ে নিল ট্রুডো সরকার। জানা গিয়েছে, নয়া দিল্লি থেকে কানাডার রাষ্ট্রদূতদের সিঙ্গাপুর (Singapore) ও কুয়ালা লামপুরে (Kuala Lampur) সরিয়ে নিয়ে গিয়েছে কানাডা।

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে ভারত-কানাডার মধ্যে বিরোধের পরই এই নির্দেশ দিয়েছিল ভারত সরকার। সেই নির্দেশ মানতেও বাধ্য হল কানাডার প্রশাসন। চলতি সপ্তাহেই মঙ্গলবার ভারত সরকারের তরফে কানাডার ৪১ জন রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি ১০ অক্টোবরের মধ্যে কানাডা রাষ্ট্রদূতদের সরিয়ে না নেয়, তবে তাদের কাছ থেকে কূটনৈতিক সুরক্ষা কেড়ে নেওয়া হবে। এমনটাই জানিয়েছিল ভারত সরকার। এরপরই রাষ্ট্রদূতদের সরিয়ে নিতে বাধ্য হল ট্রুডো সরকার।

সে দেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ৪১ জন রাষ্ট্রদূতকে নয়, ধাপে ধাপে কানাডা ভারতে থাকা রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রাষ্ট্রদূতকে ভারত থেকে সরিয়ে সিঙ্গাপুর ও কুয়ালা লামপুরে নিয়ে যাওয়া হয়েছে।

কানাডার কূটনৈতিক ও কনসুলার সম্পর্কের দায়িত্বে থাকা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-র তরফে দাবি করা হয়েছে, একাধিক কানাডার রাষ্ট্রদূতকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুমকি দেওয়া হচ্ছে। সতর্কতা বশেই আপাতত ভারতে রাষ্ট্রদূতদের সংখ্যা কমানো হচ্ছে। যদিও ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Next Article