AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেরলে বড় ব্যবধানে হেরেছে কংগ্রেস, কে হলেন বিরোধী দলনেতা?

ভিডি সথীসনকে নতুন বিরোধী দলনেতার মাধ্যমে কেরল কংগ্রেসেকে নতুন করে তৈরি করা শুরু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

কেরলে বড় ব্যবধানে হেরেছে কংগ্রেস, কে হলেন বিরোধী দলনেতা?
ফাইল চিত্র
| Updated on: May 22, 2021 | 1:39 PM
Share

তিরুবনন্তপুরম: বিধানসভা নির্বাচনে কেরলে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে বাম জোট। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিনারাই বিজয়ন। তবে বদলাচ্ছে বিরোধী দলনেতার মুখ। প্রাক্তন বিরোধী দলনেতা রমেশ চেনিথলার জায়গায় বিরোধী দলনেতা হচ্ছেন ভিডি সথীসন। কেরলে কংগ্রেস নেতৃত্বে বদল এখান থেকেই শুরু হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নতুন করে শিবির গোছাচ্ছে হাত শিবির। তার মধ্যেই বিরোধী দলনেতা হলেন ভিডি সথীসন।

ভিডি সথীসনকে নতুন বিরোধী দলনেতার মাধ্যমে কেরল কংগ্রেসেকে নতুন করে তৈরি করা শুরু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সূত্রের খবর কংগ্রেসের জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই দিল্লির কংগ্রেস নেতৃত্বর সঙ্গে কথা বলেছেন। ভিডি সথীসন পাঁচ বারের বিধায়ক। কেরল স্টুডেন্টস ইউনিয়ন থেকেই পথ চলা শুরু ভিডি সথীসনের।

শুক্রবারই শপথ নিয়েছেন পিনারাই বিজয়ন। সঙ্গে সিপিএম ও সিপিআইয়ের এক ঝাঁক নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। দলীয় সিদ্ধান্তেই এবারের কেরল মন্ত্রীসভায় সিপিএম ও সিপিআইয়ের কোনও পুরনো মন্ত্রী নেই। এমনকি বাদ পড়েছেন বিশ্ব প্রশংসিত স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাও। তার জায়গায় নতুন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন বীনা জর্জ।

আরও পড়ুন: পিছু ছাড়বে না অনলাইন, বড় পদক্ষেপের সুপারিশ মঞ্জুরি কমিশনের