Women’s Reservation Bill: রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, অভিনন্দন প্রধানমন্ত্রীর

Women's Reservation Bill: লোকসভায় বুধবারই মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল। এবার রাজ্যসভাতেও পাশ হল এই বিল। বিরোধী দলের সাংসদরাও এই বিলে সমর্থন জানিয়েছেন। ২১৫-০ ভোটে রাজ্যসভায় পাশ হল এই বিল। এবার এটি আইনে পরিণত হতে কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

Women's Reservation Bill: রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, অভিনন্দন প্রধানমন্ত্রীর
রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Sep 21, 2023 | 10:51 PM

নয়া দিল্লি: নতুন ইতিহাসের পথে ভারত। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হল মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ধ্বনিভোটে পাশ হল মহিলা সংরক্ষণ বিল। রাজ্যসভার ২৪৫ জন সাংসদের মধ্যে ২১৫ জন এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি। অর্থাৎ বলা যায়, সর্ব্বসম্মতিতেই পাশ হল মহিলা সংরক্ষণ বিল। এবার কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। এই বিল দেশের জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জাগ্রত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের আসন সংরক্ষণের ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে সমস্ত রাজনৈতিক দল যেভাবে স্বাগত জানিয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।

এদিন মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানানোর জন্য সকল সাংসদ ও বিরোধীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন,  মহিলা সংরক্ষণ বিলে সকল সাংসদ প্রথমেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। এর জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই বিল দেশের প্রত্যেক জনগণের মনে একটা নতুন আত্মবিশ্বাস জাগ্রত করবে। মহিলাদের সম্মান দিতে আমরা সকল সাংসদ ও সকল রাজনৈতিক দল মিলে একটা বড় ভূমিকা নিয়েছি। এই বিল পাশ হওয়ার মাধ্যমে নারীশক্তিকে এক বিশেষ সম্মান পেল।

এদিন সকাল থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত মহিলা সংরক্ষণ বিল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা খুবই ইতিবাচক হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ভোটাভুটির প্রাক্কালে তিনি বলেন, এই উচ্চকক্ষে খুব ভাল আলোচনা হয়েছে। এবার সর্বসম্মতিতে মতামত দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও একটা পদক্ষেপ করব। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভুল ছিল না। ২৪৫ জনের মধ্যে ২১৫টি ভোট পড়েছে এই বিলের সমর্থনে এবং বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে