Air Pollution: বায়ুদূষণে লুকিয়ে ক্যানসারের বীজ? ভয়ের কথা বলছেন AIIMS-র চিকিৎসকরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 06, 2023 | 7:46 AM

Delhi AIIMS: এইমসের চিকিৎসক বলেন, "এটা বুঝতে হবে যে বায়ুদূষণের জেরে শরীরের বিভিন্ন অঙ্গে নানা প্রভাব পড়ে। দূষণ থেকে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোকও হতে পারে। বিভিন্ন ধরনের ক্যানসারের সঙ্গেও বায়ুদূষণের যোগের বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।"

Air Pollution: বায়ুদূষণে লুকিয়ে ক্যানসারের বীজ? ভয়ের কথা বলছেন AIIMS-র চিকিৎসকরা
বায়ুদূষণেই কি লুকিয়ে ক্যানসারের বীজ?
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ‘ভয়ঙ্করের থেকেও বেশি’। রাজধানীর বাতাসের গুণমান এখন এটাই। শীতের শুরুতেই ফের একবার বিষিয়ে উঠেছে বাতাস। টানা তিনদিন ধরে দিল্লি-এনসিআর অঞ্চলে বাতাসের গুণমান ‘ভয়ঙ্কর’ পর্যায়ে ছিল। রবিবার বিকেল থেকে তা আরও বিষিয়ে ওঠে। এই বায়ুদূষণের জেরেই দেখা দিচ্ছে নানা শারীরিক অসুস্থতা। চোখ-নাক জ্বালা বা শ্বাসকষ্ট তো রয়েইছে, কিন্তু অত্যাধিক দূষণের কারণে গোটা শরীরেই প্রভাব পড়ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক-স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। কারণ, এ তেো সবে শীতের শুরু। ডিসেম্বর-জানুয়ারি মাসে শীত পড়লে আরও বাড়বে দূষণের মাত্রা। তখন কী হবে সাধারণ মানুষের? এই দূষণের জেরে এমনকী শরীরে ক্যানসার দানা বাধতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

রবিবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির এইমসের মেডিসিন বিভাগের চিকিৎসক তথা অধ্য়াপক ডঃ পীযূষ রঞ্জন বলেন, “বায়ুদূষণের সঙ্গে বিভিন্ন ধরনের যোগ রয়েছে। এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। দূষণের জেরে শুধুমাত্র শ্বাসযন্ত্রের সমস্যা নয়, করোনারি আর্টারি ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক ও আর্থারাইটিসের মতো রোগও হতে পারে।

তিনি বলেন, “এটা বুঝতে হবে যে বায়ুদূষণের জেরে শরীরের বিভিন্ন অঙ্গে নানা প্রভাব পড়ে। দূষণ থেকে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোকও হতে পারে। বিভিন্ন ধরনের ক্যানসারের সঙ্গেও বায়ুদূষণের যোগের বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।

এইমসের চিকিৎসক জানান, বায়ুদূষণের জেরে গর্ভস্থ শিশুর উপরও ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে গর্ভস্থ থাকাকালীন সময়েই। এছাড়া বায়ু দূষণের জেরে মস্তিষ্ক ও হৃদযন্ত্রেও ক্ষতি হতে পারে। যদি যথাযথ সুরক্ষা অবলম্বন না করা হয়, তবে অ্যানজাইটিও হতে পারে। এবং এটি সমস্ত বয়সসীমার মানুষের মধ্যেই হতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, যেখানে বাতাসের গুণমান ৫০-র নীচে থাকা উচিত, সেখানেই তা ৪০০ পার করেছে। এতে যেকোনও সুস্থ মানুষের শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে। শিশু ও বয়স্কদের দৃষ্টিশক্তিতেও বিশেষ প্রভাব পড়তে পারে, এমনকী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়াও অস্বাভাবিক কিছু নয়।

Next Article