AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amarnath Yatra: ৭ দিনের মাথাতেই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা, বেস ক্যাম্পে আটকে ৭ হাজারের বেশি পুণ্যার্থী

Amarnath Yatra Postponed: হঠাৎ করে অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যাওয়ায় বালতাল ও পহেলগাঁও বেস ক্যাম্পে ৭ হাজারের বেশি যাত্রী আটকে রয়েছেন। যার মধ্যে কেবল পহেলগাঁও বেস ক্যাম্পে আটকে পড়েছেন ৪৬০০ পুণ্যার্থী এবং বালতাল ক্যাম্পে রয়েছেন ২,৪১০ জন।

Amarnath Yatra: ৭ দিনের মাথাতেই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা, বেস ক্যাম্পে আটকে ৭ হাজারের বেশি পুণ্যার্থী
অমরনাথ যাত্রা স্থগিত। Image Credit: নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 2:31 PM
Share

শ্রীনগর: অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হয়েছে সবেমাত্র ৬ দিন পেরিয়েছে। এর মধ্যেই স্থগিত হয়ে গেল যাত্রা। প্রচণ্ড বৃষ্টি ও ধসের জেরেই শুক্রবার থেকে যাত্রা স্থগিত করে দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (Shree Amarnath Shrine Board) ও জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) প্রশাসনের তরফে এদিন বিজ্ঞপ্তি দিয়ে অমরনাথ যাত্রা স্থগিতের কথা জানানো হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবেই আপাতত অমরনাথ যাত্রা স্থগিত করা হল বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আবার কবে যাত্রা শুরু হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় যাত্রা শুরু হবে বলে জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে। এদিকে, হঠাৎ করে যাত্রা স্থগিত হয়ে যাওয়ায় বিভিন্ন ক্যাম্পে আটকে পড়েছেন কয়েক হাজার পুণ্যার্থী।

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয়েছে। কিছু পাহাড়ে ধসও নেমেছে। ঝুঁকি এড়াতেই এদিন সকাল থেকে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও পুণ্যার্থী হেঁটে বা ডুলিতে বা ঘোড়ায় চড়েও অমরনাথ গুহার দিকে এগোতে পারবেন না। বালতাল এবং পহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পেই অমরনাথ যাত্রীদের আটকে দেওয়া হয়েছে।

এদিকে, হঠাৎ করে অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যাওয়ায় বালতাল ও পহেলগাঁও বেস ক্যাম্পে ৭ হাজারের বেশি যাত্রী আটকে রয়েছেন। যার মধ্যে কেবল পহেলগাঁও বেস ক্যাম্পে আটকে পড়েছেন ৪৬০০ পুণ্যার্থী এবং বালতাল ক্যাম্পে রয়েছেন ২,৪১০ জন। আটকে পড়া যাত্রীদের মধ্যে পুরুষ, মহিলা, শিশু সহ বহু সন্ন্যাসী রয়েছেন।

প্রশাসন সূত্রে খবর, ১ জুলাই অর্থাৎ যাত্রা শুরুর দিন থেকে ৬ জুলাই, বৃহস্পতিবার পর্যন্ত ৮৪ হাজার ৭৬৮ জন পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন। কেবল বৃহস্পতিবারই গুহায় প্রবেশ করেছেন ১৭ হাজার ২০২ জন।

প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। চলবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। মাত্র ৬২ দিন খোলা থাকবে গুহা। পহেলগাঁও ও বালতাল- দুটি বেস ক্যাম্প থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়েছে। প্রতি বছরই কয়েক লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শনে যান। অন্যান্য বছরের মতো এবারেও বেস ক্যাম্প থেকে হেঁটে, ঘোড়ায় এবং ডুলিতে চড়ে যাত্রীদের অমরনাথ গুহায় পৌঁছনোর বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু, গুহা-দর্শন শুরুর মাত্র ৭ দিনের মাথাতেই খারাপ আবহাওয়ার জন্য স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা।