AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Air Force: ইরান-ইজরায়েলের সংঘাতেই সব নজর, এর ফাঁকেই বড় অ্যাকশনে বায়ুসেনা, পাকিস্তানের রাতের ঘুম উড়ল এখন থেকেই

NOTAM: কয়েকদিন আগে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল ভারতকেও। সীমান্তের ওপার থেকে লাগাতার হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। সেই হামলা প্রতিটা সফলভাবে প্রতিহত করেছে ভারত। সংঘর্ষ বিরতি হলেও প্রতিরক্ষা শিথিল করছে না সরকার।

Indian Air Force: ইরান-ইজরায়েলের সংঘাতেই সব নজর, এর ফাঁকেই বড় অ্যাকশনে বায়ুসেনা, পাকিস্তানের রাতের ঘুম উড়ল এখন থেকেই
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 8:07 AM
Share

নয়া দিল্লি: কেউ সুরক্ষিত নয়। বিশ্বজুড়ে কেবলই যুদ্ধ আবহ। আজ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ তো কাল ইজরায়েল-হামাসের। এখন মুখোমুখি সংঘাতে ইরান-ইজরায়েল। দুই দেশই আক্রমণের আঁচ ক্রমশ বাড়িয়ে চলেছে। কয়েকদিন আগে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল ভারতকেও। সীমান্তের ওপার থেকে লাগাতার হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। সেই হামলা প্রতিটা সফলভাবে প্রতিহত করেছে ভারত। সংঘর্ষ বিরতি হলেও প্রতিরক্ষা শিথিল করছে না সরকার। বরং নিরাপত্তা আরও মজবুত করতেই বড় সিদ্ধান্ত।

যুদ্ধ আবহের মাঝেই ফের বড় অ্যাকশনে নামছে ভারতীয় বায়ুসেনা। বড়সড় বিমান মহড়া হতে চলেছে ফের, তাও আবার পাকিস্তানের গা ঘেঁষেই। জানা গিয়েছে, গুজরাটে বায়ুসেনা বড় মাপের মহড়া চালাবে বিভিন্ন যুদ্ধবিমান নিয়ে। আগামী ২০ জুন এই মহড়া চলবে। একেবারে পাকিস্তানের সীমান্ত ঘেষেই উড়বে সুখোই, রাফালের মতো যুদ্ধবিমানগুলি।

এই মহড়ার জন্য ইতিমধ্যেই নোটাম জারি করা হয়েছে। যখন বায়ুসেনার মহড়া চলবে, তখন ওই আকাশপথ ব্যবহার করতে পারবে না অন্য কোনও বিমান।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের পর একাধিকবার এমন মহড়া দিয়েছে বায়ুসেনা। কখনও রাজস্থানের সীমান্ত, কখনও জম্মু-কাশ্মীর। ভারতীয় বায়ুসেনার এই শক্তি প্রদর্শনে কার্যত থরহরিকম্প পাকিস্তান। ফের একবার পাকিস্তানের ঘুম ওড়াতেই গুজরাটের সীমান্তবর্তী এলাকায় মহড়া দেওয়ার সিদ্ধান্ত নিল বায়ুসেনা।