AAP Govt: বাংলার মতোই মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়ার ঘোষণা কেজরী সরকারের
AAP Govt: বাংলায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যাতে মহিলাদের টাকা দেওয়া হয় প্রতি মাসে। আজ দিল্লির বাজেটে অতিশি ঘোষণা করেছেন, ১০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের।
নয়া দিল্লি: প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। সোমবার এমনটাই ঘোষণা করল দিল্লির আপ সরকার। ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন আপ সরকারের মন্ত্রী অতিশি। ১৮ বছরের বেশি বয়স হলেই ওই টাকা পাওয়া যাবে বলে সোমবার ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেটে এই ঘোষণা করেছেন অতিশি।
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এদিন বাজেট পেশ করেন অতিশি। ৭৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এদিন। এদিন কেজরীবাল সরকারের দশম বাজেট পেশ করা হয় দিল্লি বিধানসভায়। তিনি উল্লেখ করেন, সরকারের মূল লক্ষ্য শিক্ষার উন্নয়ন। সেই কারণে শিক্ষা ক্ষেত্রে অতিরিক্ত ১৬ হাজার ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দিল্লির অর্থমন্ত্রী জানান, ২ হাজার ৭১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার জন্য। মহিলাদের স্বনির্ভর করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন অতিশি। আপ সরকার জানিয়েছে, গত অর্থবছরে দিল্লি সরকার অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
জানানো হয়েছে, ২০১৪ তে যেখানে জিডিপি ছিল ৪.৯৫ লক্ষ কোটি, সেটা বেড়ে হয়েছে ১১.০৮ লক্ষ কোটি। স্বাস্থ্য ক্ষেত্রে দিল্লি সরকার বরাদ্দ করেছে ৮ হাজার ৬৮৫ কোটি টাকা। হাসপাতাল, মহল্লা ক্লিনিক সহ একাধিক ক্ষেত্রে সেই টাকা খরচ করা হবে।