Assam : বিচ্ছিন্ন, লাইনচ্যুত ২০টি বগি, অসমে দুর্ঘটনার কবলে মালগাড়ি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 07, 2023 | 8:11 PM

Goods train derailed in Assam: বুধবার (৭ জুন) বিকেলে অসমের কামরূপ জেলার বোকোতে, কামাখ্যা-জোগিঘোপা রেলপথে লাইনচ্যুত হল পণ্যবাহী একটি ট্রেনের বেশ কয়েকটি বগি। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Assam : বিচ্ছিন্ন, লাইনচ্যুত ২০টি বগি, অসমে দুর্ঘটনার কবলে মালগাড়ি
উল্টে পড়ে আছে মালগাড়ির বগিগুলি

Follow Us

গুয়াহাটি: ফের ট্রেন দুর্ঘটনা। বুধবার (৭ জুন) বিকেলে অসমের কামরূপ জেলার বোকোতে, কামাখ্যা-জোগিঘোপা রেলপথে লাইনচ্যুত হল পণ্যবাহী একটি ট্রেনের বেশ কয়েকটি বগি। রেল বিভাগের সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির প্রায় ২০টি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বোকোর সিংড়া রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। আসানসোল থেকে ৫০টি বগিতে করে কয়লা নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। এর মধ্যে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ঘটনার পর, মাত্র ৬-৭টি বগি নিয়েই অন্তত ২০০ মিটার এগিয়ে গিয়েছিল ট্রেনটি। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ট্রেনটির বড় মপের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই দুর্ঘটনার ফলে কামাখ্যা – নিউ বোঙ্গাইগাঁও শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল শুরুর চেষ্টা চলছে। দুর্ঘটনার পরই রেলের উচ্চপদস্থ কর্তাদের খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশ, জরুরি পরিষেবা দল এবং রেলের কর্তারা ঘটনাস্থলে ছুয়ে আসেন। সব্যসাচী দে জানিয়েছেন, “কী কারণে বগিগুলি লাইনচ্যুত হয়েছে, সেই বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এই বিষয়ে তদন্ত চলছে। বিচ্ছিন্ন ও লাইনচ্যুত বগিগুলি দ্রুত সরিয়ে লাইন পরিষ্কার করে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করার জন্য কাজ চলছে।

এর আগে গত ৩ জুন, অসমের কোকরাঝার রেলওয়ে স্টেশনের কাছে অল্পের জন্য একটি বড় মাপের রেল দুর্ঘটনা ঘটতে ঘটতেও ঘটেনি। একটি ট্রেনের ইঞ্জিন এবং অন্য দুটি বগি থেকে প্রায় আটটি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওই অবস্থায় দুটি বগি নিয়ে ইঞ্জিনটি প্রায় ৬০০ মিটার এগিয়ে গিয়েছিল। তবে, সৌভাগ্যবশত, ট্রেনটির গতি কম ছিল এবং ভিতরে কোনও যাত্রী ছিল না। তাই বড় মাপের কোনও দুর্ঘটনা ঘটেনি। না-হলে ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনার পরদিনই আরও এক বড় রেল দুর্ঘটনার সাক্ষী থাকত ভারত। এদিকে, বালেশ্বরে ক্রমে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ২ জুনের দুর্ঘটনার পর, বুধবার থেকে ফের ওই লাইন দিয়ে যাত্রা শুরু করেছে করমণ্ডল এক্সপ্রেস।

Next Article