Baba Siddiuqe: বাবা সিদ্দিকীকে খুন করতে পারলে কী পাওয়া যাবে? প্রতিশ্রুতি পেয়েই ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা
Baba Siddiuqe: গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করে তিন দুষ্কৃতী। সেইসময় বিধায়ক পুত্র জিশান সিদ্দিকীর অফিস থেকে বেরিয়ে আসছিলেন এনসিপি নেতা বাবা সিদ্দিকী। প্রাক্তন মন্ত্রীর শরীরে দুটি বুলেট লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মুম্বই: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে খুন করতে পারলে কী কী দেওয়া হবে? কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হামলাকারীদের? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেইসব তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা জানিয়েছে, তাদের ২৫ লক্ষ টাকা, গাড়ি, দুবাইয়ে ঘুরতে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করে তিন দুষ্কৃতী। সেইসময় বিধায়ক পুত্র জিশান সিদ্দিকীর অফিস থেকে বেরিয়ে আসছিলেন এনসিপি নেতা বাবা সিদ্দিকী। প্রাক্তন মন্ত্রীর শরীরে দুটি বুলেট লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এদিকে তিনজন শুটারের মধ্যে ২ জন ঘটনাস্থলেই ধরা পড়ে। একজন পালিয়ে যায়। তাকে এখনও গ্রেফতার করা যায়নি। ঘটনার পরই হামলায় দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তার মধ্যে ৪ জন স্বীকার করেছে, বর্ষীয়ান এই নেতাকে খুন করতে পারলে তাদের ২৫ লক্ষ টাকা, গাড়ি, ফ্ল্যাট এবং দুবাইয়ে ঘুরতে যাওয়ার টাকা দেওয়া হবে। ওই চার যুবকের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।
এই খবরটিও পড়ুন
সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক পদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, “বাবা সিদ্দিকীকে খুনের মামলায় বছর তেতাল্লিশের রামফুলচাঁদ কানোজিয়াকে গ্রেফতার করা হয়েছে অক্টোবরে। ধৃত ওই ব্যক্তি আরও চার অভিযুক্তকে এইসব প্রতিশ্রুতি দিয়েছিল। ওই চার অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, বছর তেইশের জিশান আখতার নামে এক যুবকের কাছ থেকে টাকা তার কাছে আসবে বলে জানিয়েছিল রামফুলচাঁদ।” ধৃতদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে ওই পুলিশকর্তা জানিয়েছেন। জিশান আখতারকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।