Sunny Leone : আপনি কি সানি লিওন ভক্ত? তবে মাংস কিনতে গিয়ে পাবেন ১০ শতাংশ ছাড়

Sunny Leone : আপনি কি সানি লিওনের ভক্ত! পাশাপাশি পাতে মাংস ছাড়া চলে না! এই দুটি বিষয়ে একসঙ্গে মিলে গেলেই পেয়ে যাবেন দারুণ অফার। এই মাংসের দোকান থেকে মাংস কিনলে পাবেন ১০ শতাংশ ছাড়।

Sunny Leone : আপনি কি সানি লিওন ভক্ত? তবে মাংস কিনতে গিয়ে পাবেন ১০ শতাংশ ছাড়
গ্রাফিক্স : অভীক দেবনাথ (টিভি৯ বাংলা)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 7:39 PM

বেঙ্গালুরু : আপনি কি সানি লিওনের ভক্ত! পাশাপাশি পাতে মাংস ছাড়া চলে না! এই দুটি বিষয়ে একসঙ্গে মিলে গেলেই পেয়ে যাবেন দারুণ অফার। বেঙ্গালুরুর একটি মাংসের দোকান বলিউড অভিনেত্রী সানি লিওনের নামে সম্প্রতি ডিসকাউন্ট অফারের ঘোষণা করেছে। অভিনেত্রী সানি লিওনের ভক্ত হলে কর্নাটকের এই মাংসের দোকান থেকে মাংস কিনলে পাবেন ১০ শতাংশ ছাড়। তবে তার জন্য কিছু শর্তও রয়েছে।

কর্নাটকের মান্ডিয়া জেলার বাসিন্দা প্রসাদ কেএন। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা। গত দুই বছর ধরে ডিকে চিকেন নামে এই দোকান চালাচ্ছেন তিনি। সানি লিওনের ভক্ত হলে এই ডিকে চিকেন থেকে মাংস কিনতে আসলে ১০ শতাংশ ছাড় পাবেন কাস্টোমাররা। তিনি জানিয়েছেন, সানি লিওনের সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত হয়ে তিনি এই ছাড়ের বিষয়ে ঘোষণা করেছেন। হঠাৎ এই ছাড় দেওয়ার কারণ প্রসঙ্গে প্রসাদ কেএন বলেছেন, “আমি শুধুমাত্র তাঁর ভক্তদের এই ছাড় দিচ্ছি। তাঁর ভক্তদের সংখ্য়া বাড়লে তিনি সমাজসেবায় আরও বেশি করে সাহায্য করতে পারবেন।”

তবে ডিকে চিকেন থেকে মাংস কেনায় ১০ শতাংশ ছাড় পাওয়া এতটা সহজ নয়। দোকানের মালিক জানিয়েছেন শুধু দাবি করলেই হবে না যে তিনি সানি লিওনের ভক্ত। যেসব কাস্টোমার সানি লিওনের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করেন তাঁরাই এই ছাড় পাবেন। তিনি বলেছেন, “সানি লিওনের কোনও ছবি নিয়ে সেই কাস্টোমারকে সোশ্য়াল মিডিয়ায় কমেন্টও করতে হবে।” তাঁর আরও সংযোজন, “যৌনতার প্রতীক হিসেবে অনেক সময় সানি লিওনকে দেখা হয়। আমার অনেক বন্ধুই তাঁকে নিয়ে আলোচনা করেন। তারপর আমি তাঁর জীবন সম্বন্ধে পড়তে শুরু করি। সেখান থেকেই জানতে পারি যে তিনি সমাজের জন্য অনেক কিছু করেছেন। এক কন্যা সন্তানকে দত্তক নেওয়া থেকে শুরু করে একটি স্কুল চালান। কোভিড-১৯ অতিমারির সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি সত্যিই এক আদর্শ। তাই তাঁর ভক্তদের আমি ১০ শতাংশ করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন : Drink And Drive: এত লোক মদ খেয়ে গাড়ি চালান! অভিযানে নেমে হতবাক পুলিশ, গ্রেফতারির সংখ্যা শুনলে অবাক হবেন