Abhishek Banerjee: ভোট বলেই বাজেটে শুধুই বিহার, বাংলার ‘বঞ্চনার’ কথা তুলে সরব অভিষেক
Abhishek Banerjee: প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন অভিষেক। বাজেট নিয়ে যে খুব বেশি কিছু আশা নেই তা বলেছিলেন। এবার বাজেট পেশের পরেও উগরে দিলেন ক্ষোভ। তাঁর সাফ কথা, “বাংলা থেকে যখন ১৮ টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও দেয়নি”।

কলকাতা: বিহারে নির্বাচন রয়েছে, তাই বিহারকে পাখির চোখ করেই বাজেট পেশ করা হয়েছে। নির্মলার বাজেট পেশ শেষ হতেই না হতেই ক্ষোভ উগরে দিলেন এ ভাষাতেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সাফ দাবি, দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক, বঞ্চনার খেলা চলছেই। আর সব দেখেও চুপ বাংলার বিজেপি সাংসদরা।
প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন অভিষেক। বাজেট নিয়ে যে খুব বেশি কিছু আশা নেই তা বলেছিলেন। এবার বাজেট পেশের পরেও উগরে দিলেন ক্ষোভ। তাঁর সাফ কথা, “বাংলা থেকে যখন ১৮ টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২ সাংসদ। তারপরেও বাংলাকে কিছু দেওয়া হল না। এটার পরেও ওই সাংসদরা কোনও প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত। এ বছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে। সাধারণ, গরিব মানুষের জন্য কিছু করে না।”
যদিও বিজেপি বলছে, পুরোটাই সাধারণ মানুষের কথা ভেবে করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের বাজেট। স্পষ্ট দাবি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে বলে মত তাঁর। খোঁচ দিয়েছেন তৃণমূলকেও। কটাক্ষের সুরেই বলেন, “আপনারা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে। আশা করছেন বিজেপি প্রকল্প দেবে?”
