নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে প্রকল্পগুলি সব থেকে সফল হয়েছে দেশজুড়ে, তার মধ্যে অন্যতম ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। আজ ১০ বছর পূর্ণ হল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির। এই ১০ বছরে সরকারি এই কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বিগত এক দশকে এই উদ্যোগ বহু মানুষের জীবন বদলেছে। বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই উদ্যোগে সামিল হয়েছেন। লিঙ্গ বৈষমতা পেরিয়ে, কন্যা সন্তানদের স্বপ্ন পূরণে শিক্ষা ও সুযোগ করে দেওয়া হয়েছে।”
Today we mark 10 years of the #BetiBachaoBetiPadhao movement. Over the past decade, it has become a transformative, people powered initiative and has drawn participation from people across all walks of life.
— Narendra Modi (@narendramodi) January 22, 2025
বেটি বাঁচাও, বেটি পড়াও-এই উদ্যোগকে সফল করার জন্য প্রধানমন্ত্রী মোদী এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। যে জেলাগুলিতে কন্যাসন্তান জন্মের হার অত্যন্ত কম ছিল, সেখানেও জন্মহার বেড়েছে, লিঙ্গ সমতার গুরুত্ব বুঝেছেন।
#BetiBachaoBetiPadhao has been instrumental in overcoming gender biases and at the same time it has created the right environment to ensure that the girl child has access to education and opportunities to achieve her dreams.
— Narendra Modi (@narendramodi) January 22, 2025
তিনি আরও বলেন, “আসুন আমরা সকলে মিলে আমাদের মেয়েদের অধিকার সুরক্ষিত করি, তাদের শিক্ষা নিশ্চিত করি এবং এমন সমাজ তৈরি করি যেখানে কোনও ভেদাভেদ থাকবে না। আগামিদিনে দেশের মেয়েরা যাতে আরও উন্নতি করে ও সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে আমাদের।”