Toll Tax: কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে অর্ধেক হবে রাস্তায় খরচ, বাঁচবে আপনার প্রচুর টাকা!
Road Tax: এই নতুন নিয়মে মূলত দুই শহরের মধ্যে সংযোগকারী হাইওয়ে, রিং রোড ও বাইপাস দিয়ে যাতায়াতকারী গাড়ির খরচ অর্ধেক হয়ে যাবে। ইতিমধ্যেই সড়ক পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে।

নয়া দিল্লি: টোল প্লাজার নিয়মে সম্প্রতিই বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। ফাসট্যাগের বার্ষিক পাস আনা হয়েছে। আগামী ১৫ অগস্ট থেকেই এই নিয়ম চালু হবে। এর মধ্যেই আরও একটি বড় পরিবর্তন আসতে চলেছে টোল ট্যাক্সে। এই সিদ্ধান্তে অর্ধেক হয়ে যাবে টোল ট্য়াক্স।
জানা গিয়েছে, যে সমস্ত হাইওয়ে ও বাইপাসে ফ্লাইওভার, আন্ডারপাস বা সুড়ঙ্গ রয়েছে, সেই সড়কগুলির ক্ষেত্রে টোল ট্যাক্সে নতুন নিয়ম আনা হচ্ছে। যদি বাইপাস বা হাইওয়ের ৫০ শতাংশ দৈর্ঘ্যের বেশি অংশ জুড়ে ফ্লাইওভার, আন্ডারপাস বা সুড়ঙ্গ থাকে, তবে সেই রাস্তায় টোল ট্যাক্স অর্ধেক করে দেওয়া হবে।
বর্তমানে এই ধরনের সড়কের ক্ষেত্রে সাধারণ জাতীয় সড়কের টোলের তুলনায় ১০ গুণ বেশি টোল দিতে হয়। এবার তা অর্ধেক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ৫ গুণ টোল দিতে হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সড়ক পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে। কয়েকদিনের মধ্যেই নির্দেশিকা জারি হতে পারে।
এই নতুন নিয়মে মূলত দুই শহরের মধ্যে সংযোগকারী হাইওয়ে, রিং রোড ও বাইপাস দিয়ে যাতায়াতকারী গাড়ির খরচ অর্ধেক হয়ে যাবে।
বর্তমানে জাতীয় সড়কের টোল ট্যাক্সের নিয়ম অনুযায়ী, জাতীয় সড়ক বা বাইপাসে যদি ফ্লাইওভার, আন্ডারপাস বা টানেল থাকে, তাহলে সাধারণ টোলের তুলনায় ১০ গুণ বেশি টোল নেওয়া হয়। পরিকাঠামো তৈরির খরচ আদায়ের জন্যই এই অতিরিক্ত টোল নেওয়া হয়। এবার তা অর্ধেক করে দেওয়া হবে।
উদাহরণ হিসাবে বলা যায়, ২৮.৫ কিলোমিটার দীর্ঘ দ্বারকা এক্সপ্রেসওয়েতে ২১ কিলোমিটার পথের জন্য টোল লাগে ৩১৭ টাকা। বাকি ৭ কিলোমিটার রাস্তার জন্য টোল লাগে ১১ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ২১ কিলোমিটার পথের টোল ৩১৭ টাকা থেকে কমে ১৫৩ টাকা হয়ে যাবে।

