AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

e-Voting: কষ্ট করে বুথে যেতে হবে না, এবার বাড়ি বসেই দিতে পারবেন ভোট! ইতিহাস গড়ল বিহার

Online Voting System: বিহারের পূর্ব চম্পারণ জেলার পাকরিদয়ালের বাসিন্দা বিভা কুমারী দেশের প্রথম নাগরিক, যিনি মোবাইলের মাধ্যমে ভোট দিলেন।

e-Voting: কষ্ট করে বুথে যেতে হবে না, এবার বাড়ি বসেই দিতে পারবেন ভোট! ইতিহাস গড়ল বিহার
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Jun 29, 2025 | 7:08 AM
Share

পটনা: কোনও জিনিসের প্রয়োজন হলে এখন আর বারবার দোকানে যেতে হয় না। অনলাইনে অর্ডার করে দিলেই কয়েক মিনিটে তা বাড়ির দোরগোড়ায় পৌঁছে যায়। আধুনিক যুগে যখন সব কিছুই মোবাইলে সম্ভব, তাহলে ভোট দিতে কেন কষ্ট করে বুথে যেতে হবে? এবার ভোটও হল মোবাইলে। বাড়িতে বসেই মোবাইল ফোনে ভোট দিলেন ভোটাররা।

ইতিহাস তৈরি করল পড়শি রাজ্য বিহার। শনিবার প্রথম মোবাইল ফোন ভিত্তিক ই-ভোটিং হল বিহারের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে। ভোটে সাড়াও মিলেছে বেশ ভাল। রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদ জানান, ৭০.২০ শতাংশ ভোটার ই-ভোটিং সিস্টেমে ভোট দিয়েছেন।

বিহারের পূর্ব চম্পারণ জেলার পাকরিদয়ালের বাসিন্দা বিভা কুমারী দেশের প্রথম নাগরিক, যিনি মোবাইলের মাধ্যমে ভোট দিলেন। এই ব্যবস্থা একদিকে যেমন ভোটারদের সুবিধার জন্য, পাশাপাশি ভোটের সুরক্ষা ও ভোটের হার বাড়ানোর জন্যও করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তবে সকলে এই ই-ভোটিং ব্যবস্থার সুবিধা পাবেন না। প্রবীণ ব্যক্তি, গর্ভবতী মহিলা বা বিশেষভাবে সক্ষম যারা, তারাই অনলাইনে বাড়ি বসে ভোট দিতে পারবেন। এছাড়া পরিযায়ীরাও এই ভোটিংয়ের সুবিধা পাবেন। এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

বিহারের মোট ৬টি নগর পঞ্চায়েত ও পুরসভার উপনির্বাচনে অনলাইনে ভোটের ব্যবস্থা করা হয়েছিল। সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি ভোট হয়েছে। মোট ভোটের হার ৬২.৪১ শতাংশ। ৩০ জুন ভোটের ফল প্রকাশ হবে।