Bikash Ranjan Bhattacharya on SSC: ‘দেখুন কী প্রকাশ করে…তালিকা কতটা সঠিক তা নিয়ে আমার সন্দেহ আছে’, অযোগ্যদের লিস্ট বেরনো নিয়ে বললেন বিকাশ
আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে।

কলকাতা: সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, শনিবারের মধ্যেই দাগিদের তালিকা প্রকাশ করার চেষ্টা করা হবে। কিন্তু, আদৌ সেই তালিকা কতটা সঠিক হবে, তা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশের সন্দেহ, হয়ত অর্ধেক তালিকা প্রকাশ করতে পারে SSC শুধুমাত্র কোর্টের থেকে বেরিয়ে আসার জন্য।
আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সেখানে কল্যাণ সওয়াল করছিলেন, যদি একজনও অযোগ্য পরীক্ষায় বসে তাহলে ব্যবস্থা নেবে কমিশন। ‘আমাদের উপর ভরসা রাখুন’ কোর্টে বলেন আইনজীবী। তখনই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র জানান, কল্যাণ যেন তাঁর বয়ান রেকর্ড করেন। এই সওয়াল-জবাব পর্ব চলাকালীনই কল্যাণ বলেন, “আগামিকালের (শনিবার) মধ্যেই চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে।”
এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিকাশ ভট্টাচার্য টিভি ৯ বাংলাকে বলেন, “ওরা এত দিন আপ্রাণ চেষ্টা করেছে দুর্নীতি চাপা দেওয়ার জন্য। ওরা ভেবেছিলেন এই রকম সময় কাটিয়ে পার পেয়ে যাবেন। এখন সুপ্রিম কোর্ট ঘাড়ে চেপে আছে, উপায় নেই তাই বলছে কালকের মধ্যে প্রকাশ করবে। এবার দেখুন কী প্রকাশ করে। যা প্রকাশ করবে তা কতটা সঠিক সেই নিয়ে তো আমার মনে শঙ্কা আছে। ওরা হয়ত অর্ধেক লিস্ট বের করে সুপ্রিম কোর্টের চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে।” উল্লেখ্য, যোগ্য-অযোগ্যের লিস্ট পৃথকীকরণ নিয়ে কম বিক্ষোভ হয়নি। আন্দোলন-এসএসসি ভবন ঘেরাও, অনশন কী কী না হয়েছে এই বাংলায়। অযোগ্য কারা সেই লিস্ট যদি কমিশনের কাছে ছিল তাহলে এতদিন কেন তা প্রকাশ করা হল না? এ দিন, এই প্রশ্নও তুলেছেন চাকরিহারাদের একাংশ।
