BJP Attacks AAP: ‘তিহার জেলে করতে হত পরের ক্যাবিনেট বৈঠক…’, জোড়া মন্ত্রীর ইস্তফা নিয়েও কেজরীবালকে খোঁচা বিজেপির
Manish Sisodia-Satyendar Jain Resign: অমিত মালব্য টুইট করে লেখেন, "বিগত ৯ মাস ধরে জেলবন্দি রয়েছে সত্যেন্দ্র জৈন। এখন সিসোদিয়াও জেলে, কেজরীবালকে এরপরের ক্যাবিনেট বৈঠক তিহার জেলে করতে হত। সেটা খুবই লজ্জাজনক হবে, তাই কোনও উপায় না পেয়েই কেজরীবাল বাধ্য হয়ে তাঁদের ইস্তফা গ্রহণ করেছেন।"
নয়া দিল্লি: আবগারি নীতি দুর্নীতিতে শ্রীঘরে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। গত সপ্তাহে সিবিআইয়ের হাতে সিসোদিয়ার গ্রেফতারির পরই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজধানী জুড়ে। কার্যত চাপের মুখে পড়েই উপমুখ্যমন্ত্রী সহ যাবতীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মণীশ সিসোদিয়া। তাঁর পাশাপাশি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পদ থেকেও ইস্তফা দিয়েছেন জেলবন্দি আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈন(Satyendar Jain)-ও। দুই মন্ত্রীর গ্রেফতারি ও ইস্তফায় কার্যত মুখ পুড়েছে আপ সরকার ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal)। এই পরিস্থিতিতেই আম আদমি পার্টিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে শুরু করেছে বিরোধী দল বিজেপি(BJP)। মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের ইস্তফাকে কটাক্ষ করেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় বলেন, “কেজরীবালকে এরপরের ক্যাবিনেট বৈঠক তিহার জেলে করতে হত।”
মঙ্গলবারই সিবিআই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মণীশ সিসোদিয়া। কিন্তু শীর্ষ আদালতের তরফে ওই আর্জি খারিজ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই উপমুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মণীশ সিসোদিয়া। দিল্লি সরকারের মোট ১৮টি মন্ত্রকের দায়িত্ব ছিল তাঁর হাতে। মণীশ সিসোদিয়ার পরই জেলবন্দি আরেক আপ নেতা, সত্য়েন্দ্র জৈনও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
এরপরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লেখেন, “বিগত ৯ মাস ধরে জেলবন্দি রয়েছে সত্যেন্দ্র জৈন। এখন সিসোদিয়াও জেলে, কেজরীবালকে এরপরের ক্যাবিনেট বৈঠক তিহার জেলে করতে হত। সেটা খুবই লজ্জাজনক হবে, তাই কোনও উপায় না পেয়েই কেজরীবাল বাধ্য হয়ে তাঁদের ইস্তফা গ্রহণ করেছেন। তবে অনেক দেরী হয়ে গিয়েছে।”
Satyendra Jain has been in jail for almost nine months now. With Sisodia also in jail, Kejriwal would have had to hold the next cabinet meeting in Tihar. Perhaps embarrassed by the prospect, and left with no option, Kejriwal finally accept their resignation.
Too little too late.
— Amit Malviya (@amitmalviya) February 28, 2023
একদিকে যেখানে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই, সেখানেই গত বছর আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি। সত্যেন্দ্র জৈনের গ্রেফতারির পর এতদিন দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন মণীশ সিসোদিয়াই। কিন্তু তিনিও গ্রেফতার হওয়ায় এবার প্রায় ২০টিরও বেশি মন্ত্রকের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়েই টানাপোড়েনের মধ্যে পড়েছে আম আদমি পার্টি।