‘মুখ্যমন্ত্রী থাকার সাহস বা উদ্যম নেই’, পিতৃতন্ত্রের অভিযোগে সরব বিজেপি নেতারাই

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে নিয়ে খুশি নন বহু বিজেপি কর্মীই। সেই কারণে দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। এই পরিস্থিতি সামাল দিতেই বিধায়ক ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন অরুণ সিং।

'মুখ্যমন্ত্রী থাকার সাহস বা উদ্যম নেই', পিতৃতন্ত্রের অভিযোগে সরব বিজেপি নেতারাই
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 4:19 PM

বেঙ্গালুরু: সরকার চালাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, এ দিকে দলের ভিতরেই রব উঠল, “মুখ্যমন্ত্রী হওয়ার মতো সাহস বা উদ্যম নেই”। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা এইচ বিশ্বনাথ। দলীয় কোন্দল মেটাতে কর্নাটকে বিজেপির ভারপ্রাপ্ত অধিকর্তা অরুণ সিংয়ের কাছে এই অভিযোগই জানালেন তিনি।

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে নিয়ে খুশি নন বহু বিজেপি কর্মীই। সেই কারণে দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। এই পরিস্থিতি সামাল দিতেই বিধায়ক ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন অরুণ সিং। এ দিন তাঁর সঙ্গে বৈঠক সেরে রাজ্যের বিধান পরিষদের সদস্য এইচ বিশ্বনাথ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান। তিনি বলেন, “ইয়েদুরাপ্পাজীর বিজেপিতে ভূমিকা ও অনুদান অনস্বীকার্য। তবে বয়স ও স্বাস্থ্যের কারণে ওনার আর রাজ্য পরিচালনের জন্য ক্ষমতা বা উদ্যম নেই। সকল মন্ত্রীরাই ইয়েদুরাপ্পা সরকার নিয়ে অখুশি।”

প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “মোদীজী সবসময় বলেছেন যে পিতৃতান্ত্রিক শাসন ভয়ঙ্কর। কিন্তু কর্নাটকে সেটাই হচ্ছে। কর্নাটকের বিজেপি মোদীজীকে ভুলে গিয়েছে। আমি আজও জানালাম যে ধীরে ধীরে মানুষের কাছে সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে।” বিশ্বানাথের অভিযোগ, রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত ও কাজকর্মে ক্রমাগত ইয়েদুরাপ্পা পরিবার বিশেষত তাঁর ছেলে হস্তক্ষেপ করে।

এছাড়াও তিনি জলের দরে বেসরকারি সংস্তাগুলির কাছে জমি বিক্রি করে দেওয়া ও বোর্ড মিটিং না করেই ২০ হাজার কোটি টাকার সেচ প্রকল্পের অনুমতি দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন।

এই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তাঁর সতীর্থরাই। এক সময়ের বিশ্বস্ত সঙ্গী কেএস এসারাপ্পাও রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে পাঁচ পাতার চিঠি লিখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন। সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন, তাঁর দফতরের কাজে ক্রমাগত হস্তক্ষেপ করছেন ইয়েদুরাপ্পা। গত বছর আরেক বিজেপি নেতা বি পাটিলও বলেন, “বেশিদিন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না ইয়েদুরাপ্পা।” তবে জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আশির্বাদের হাত মাথার উপর থাকলে কেউ তাঁকে সরাতে পারবে না।

আরও পড়ুন: নেই আধার, ৫ সন্তান নিয়ে ২ মাস ‘অভুক্ত’ মা