AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anurag Thakur: ‘শবযাত্রায় কাঁদার জন্যও কেউ থাকবে না’, পাকিস্তানকে ফের ‘অওকাত’ বোঝালেন অনুরাগ

Anurag Thakur: পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে অনুরাগ এদিন বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যখনই সরাসরি যুদ্ধ হয়েছে, তা সে ১৯৬৫ সালের যুদ্ধ হোক বা ১৯৭১ সালের যুদ্ধ হোক বা কার্গিল যুদ্ধ, ভারত পাকিস্তানকে পরাজিত করেছে।”

Anurag Thakur: ‘শবযাত্রায় কাঁদার জন্যও কেউ থাকবে না’, পাকিস্তানকে ফের ‘অওকাত’ বোঝালেন অনুরাগ
গর্জে উঠলেন অনুরাগ Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2025 | 10:12 PM

নয়া দিল্লি: ভারতীয় সেনার বীরত্ব দেখেছে গোটা বিশ্ব। বীর জওয়ানদের বীরত্বে এখনও ভয়ে বুক দুরুদুরু করছে পাকিস্তানের। নিরপেক্ষ আলোচনাও চাইছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, বলছে সে দেশেরই সংবাদপত্র। এমতাবস্থায় এবার ফের একবার পাকিস্তানকে অওকাত বুঝিয়ে দিলেন অনুরাদ ঠাকুর। পাকিস্তানকে সতর্ক করে বিজেপি সাংসদের স্পষ্ট কথা, আর যদি কোনওরকম সন্ত্রাসবাদী আক্রমণের চেষ্টা হয় তাহলে ভারত ওদের এমন অবস্থা করবে যে শবযাত্রা বহন করার জন্য কেউ থাকবে না, শবযাত্রায় কাঁদার জন্যও কেউ থাকবে না’। 

প্রসঙ্গত, এদিন রাজস্থানে সভা থেকেও গর্জে উঠেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে ভারত বদলা নিয়েছিল সেই কাহিনী শোনা যায় মোদীর মুখে। রাজস্থানে জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি বলেছিলাম, দেশের মাথা নীচু হতে দেব না। আজ আমি রাজস্থান থেকে দাঁড়িয়ে বলছি, যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতীয়দের রক্ত বইয়েছে, আজ প্রতি বিন্দুর হিসাব দিতে হয়েছে।” এবার গর্জে উঠলেন অনুরাগ। পাকিস্তানকে স্মরণ করালেন পরাজয়ের স্মৃতি, মনে করালেন ভারতের শাস্তে সম্মুখসমরে নাস্তানাবুদ হওয়ার কথা। 

পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে অনুরাগ এদিন বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যখনই সরাসরি যুদ্ধ হয়েছে, তা সে ১৯৬৫ সালের যুদ্ধ হোক বা ১৯৭১ সালের যুদ্ধ হোক বা কার্গিল যুদ্ধ, ভারত পাকিস্তানকে পরাজিত করেছে। অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি ভারতের দিকে খারাপ নজরে তাকায় তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।” অন্যদিকে ভারতের কাছে ল্যাজেগোবরে হওয়ার পর ভাল নেই পাকিস্তানও। সেদেশের জনতার কাছেই রোজই গালমন্দ খাচ্ছে পাক সরকার। রাজনীতির আঙিনাতেও নিজেদের অবস্থান নিয়ে ক্রমশ কোণঠাসা হচ্ছে শেহবাজ সরকার। মুখ পুড়েছে আন্তর্জাতিক আঙিনাতেও।