Nishikant Dubey: বিদেশ থেকে এসেছিল ‘শক্তি’, স্বর্ণমন্দিরে ‘অপারেশন’ নিয়ে বড় দাবি বিজেপি সাংসদের
Nishikant Dubey: কর্তারপুর সাহিব, যা বর্তমানে পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য অন্যতম ধর্মীয় স্থান। সেটিও পড়শি দেশের হাতে কংগ্রেসই তুলে দিয়েছিল বলে দাবি করেন সাংসদ।

নয়াদিল্লি: প্রথমে রুশ। এবার ব্রিটেন। দেশের প্রধান বিরোধী দলকে আরও এক দেশের সঙ্গে জুড়লেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পুরনো চিঠির ছবি পোস্ট করে সাংসদ দাবি করেন, ‘স্বর্ণ মন্দিরে হামলার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রিটেনের সাহায্য নিয়েছিল।’
তাঁর সংযোজন, ‘১৯৮৪ সালে স্বর্ণমন্দিরে হামলার সময় সেখানেই উপস্থিত ছিলেন ব্রিটিশ সেনার শীর্ষ কর্তারা। আসলে শিখ সম্প্রদায় কংগ্রেসের কাছে একটা খেলার জিনিস মাত্র। শুধু তাই নয়।’ কর্তারপুর সাহিব, যা বর্তমানে পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য অন্যতম ধর্মীয় স্থান। সেটিও পড়শি দেশের হাতে কংগ্রেসই তুলে দিয়েছিল বলে দাবি করেন সাংসদ।
উল্লেখ্য, সাম্প্রতিককালে বেশ কিছু পুরনো নথি ধরে কংগ্রেসের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন এই বিজেপি নেতা। দিন কতক আগেই কংগ্রেস রাশিয়া থেকে টাকা পেয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘কংগ্রেস দুর্নীতি ও দাসত্বের রাজ। ২০১১ সালে সেই নিয়ে CIA একটি রিপোর্ট প্রকাশ করেছিল। যাতে তারা জানিয়েছিল, কীভাবে কংগ্রেস জমানায় হরিকৃষ্ণ লাল ভগত-সহ ১৫০ জন কংগ্রেস সাংসদ সোভিয়েত রাশিয়ার থেকে আর্থিক অনুদান হাঁকাতো।’
1984 में स्वर्ण मंदिर पर इंदिरा गांधी जी ने आक्रमण ब्रिटेन के साथ मिलकर किया,ब्रिटेन की सेना के अधिकारी उस वक़्त अमृतसर में मौजूद थे कांग्रेस के लिए सिख समुदाय केवल खिलौना मात्र है 1. पाकिस्तान को अंततः 1960 में करतारपुर साहिब दिया समझौता सरदार स्वर्ण सिंह जी ने किया 2. स्वर्ण… pic.twitter.com/rVsGXeyHMV
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) July 7, 2025
এমনকি, ভারত-পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জল নিয়ে মহা-সংঘাত। তার দায়ও কংগ্রেসের দিকে ঠেলেছেন নিশিকান্ত। তাঁর দাবি, ১৯৬০ সালে সিন্ধু নদীর ৮০ শতাংশ শেয়ার পাকিস্তানের হাতে তুলে দেয় কংগ্রেস। ওই সময়েই শিখদের অন্যতম গুরুদ্বার কর্তারপুর সাহিবও পাকিস্তানকে দিয়ে দেয় ভারত।

