Lok sabha Election 2024: কাদের ভোটের টিকিট দেবে বিজেপি? ব্লু প্রিন্ট তৈরি গেরুয়া শিবিরের

Sukla Bhattacharjee |

Jan 10, 2024 | 10:01 PM

BJP: দেশের অন্যতম বৃহৎ দল ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য বর্তমানে নেহাত কম নয়। স্বাভাবিকভাবেই সকলের মন রেখে প্রার্থী তালিকা নির্ধারণ করা সহজ কাজ নয়। তাই ভোটের টিকিট কাদের দেওয়া হবে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা করেছে জেপি নাড্ডার নেতৃত্বাধীন দলটি।

Lok sabha Election 2024: কাদের ভোটের টিকিট দেবে বিজেপি? ব্লু প্রিন্ট তৈরি গেরুয়া শিবিরের
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় মোদী-শাহ।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির অন্দরে। বিশেষত, পুনরায় ক্ষমতায় ফিরে হ্যাটট্রিক করার জন্য কঠোর পরিশ্রম করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখনও নির্বাচনের দিনক্ষণ স্থির হয়নি। তবে চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথম তালিকায় কোন কোন নেতা-মন্ত্রীর নাম থাকবে, তাও একপ্রকার স্থির করে ফেলেছে জেপি নাড্ডার নেতৃত্বাধীন দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম প্রথম তালিকায় থাকতে পারে বলে সূত্রের খবর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির প্রথম প্রার্থী তালিকায় এঁদের নাম ছিল।

দেশের অন্যতম বৃহৎ দল ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য বর্তমানে নেহাত কম নয়। স্বাভাবিকভাবেই সকলের মন রেখে প্রার্থী তালিকা নির্ধারণ করা সহজ কাজ নয়। তাই ভোটের টিকিট কাদের দেওয়া হবে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা করেছে জেপি নাড্ডার নেতৃত্বাধীন দলটি। যেমন, যাঁদের বয়স ৭০ বছরের বেশি এবং তিনবারের বেশি জিতেছেন, সেই সাংসদদের টিকিট না দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। এবারে নতুন মুখ দিয়ে বাজিমাত করার চেষ্টা চলছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৯ -এর চেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে

এবারের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৯ -এর নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৪৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। যার মধ্যে ১৩৩টি আসনে পরাজিত হয়েছিল। এবারে মোট কয়টি আসনে প্রার্থী দেবে তা এখনও নিশ্চিত করেনি বিজেপি। তবে আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে খবর। অর্থাৎ এবারে সর্বোচ্চ সংখ্যক আসনে লড়াই করে ইতিহাস গড়তে চলেছে বিজেপি।

এবারে বিজেপির প্রার্থী সংখ্যা বাড়লেও গতবারের তুলনায় জোটের সংখ্যা কমেছে। ২০১৯ সালে পঞ্জাবের শিরোমণি আকালি দল, বিহারে জেডিইউ, মহারাষ্ট্রে শিবসেনা, তামিলনাড়ুতে এআইএডিএমকে এবং রাজস্থানে হনুমান বেনিওয়ালের দল আরএলপি-র সঙ্গে জোট করেছিল বিজেপি। পঞ্জাবের ১৩টি আসনের মধ্যে বিজেপি তিনটি, মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ২৫টি এবং বিহারের ৪০টি আসনের মধ্যে ১৭টিতে এবং তামিলনাড়ুতে ৫টি আসনে প্রার্থী দিয়েছিল। এবার এই সবকটি জোট থাকছে না। ফলে আরও বেশি আসনে নির্বাচনে লড়বে বিজেপি।

প্রথম তালিকায় স্থান পাবে কে?

বিজেপির প্রথম তালিকায় ১৬৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। তাৎপর্যপূর্ণ হল, যে আসনগুলিতে বিজেপি আজ পর্যন্ত কখনও জিতেনি বা জয়ের ব্যবধান খুব কম ছিল, বেশিরভাগ সেই আসনগুলির প্রার্থীর নাম ঘোষণা করা হবে। গত দু-বছর ধরে এই ধরনের আসনগুলিতে নিরন্তর পরিশ্রম করছে বিজেপি। গতবারের পরাজিত ১৬৪টি আসনের একটি ক্লাস্টার তৈরি করে অমিত শাহ-সহ সিনিয়র নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিজেপি এই আসনগুলিকে সি এবং ডি বিভাগে ভাগ করেছে এবং প্রতি বিভাগের ৮০টি আসনের দুটি ভাগ করেছে। এসব আসনে ৪০ জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক মন্ত্রীকে দুই থেকে তিনটি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Next Article