AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Candidate List: ৬ মন্ত্রীকে টিকিট, বাদ পড়লেন ১৬ বিধায়ক, বিহারে ১০১ জন প্রার্থীর নামই ঘোষণা বিজেপির

Bihar Assembly Election 2025: মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। মোট ৭১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বুধবার সকালে ১২ জন প্রার্থী নিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। এরপর রাতেই আবার তৃতীয় তালিকাও প্রকাশ করা হল। আসন্ন বিধানসভা নির্বাচনে মোট ১০১টি আসনে লড়বে বিজেপি। 

BJP Candidate List: ৬ মন্ত্রীকে টিকিট, বাদ পড়লেন ১৬ বিধায়ক, বিহারে ১০১ জন প্রার্থীর নামই ঘোষণা বিজেপির
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 16, 2025 | 7:31 AM
Share

পটনা: আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে, কিন্তু এনডিএ-তে বাড়ছে অশান্তি। তার মাঝেই তড়িঘড়ি বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। বুধবার রাতে বিজেপি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে, যাতে ১৮ জন প্রার্থীর নাম রয়েছে। এই নিয়ে বিজেপির মোট ১০১ জন প্রার্থীরই নাম ঘোষণা করা হল। কারা ভোটের টিকিট পেলেন, কারাই বা বাদ পড়লেন?

মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। মোট ৭১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বুধবার সকালে ১২ জন প্রার্থী নিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। এরপর রাতেই আবার তৃতীয় তালিকাও প্রকাশ করা হল। আসন্ন বিধানসভা নির্বাচনে মোট ১০১টি আসনে লড়বে বিজেপি।

বিহারের নির্বাচনে এবার টিকিট পেয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা। তাঁরা যথাক্রমে তারাপুর ও লখিসরাই কেন্দ্র থেকে লড়বেন। প্রার্থী করা হয়েছে আরও ৬ জন রাজ্যমন্ত্রীকে। অন্যদিকে বাদ পড়েছেন ১৬ জন বর্তমান বিধায়ক। দ্বারভাঙা জেলার আলিনগর থেকে লড়বেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া গায়িকা মৈথলী ঠাকুর। সতীশ কুমার যাদবকে রঘুপুর থেকে প্রার্থী করা হয়েছে। ২০১৫ সাল থেকে এই আসনে প্রার্থী হন আরজেডি নেতা তেজস্বী যাদব। তার আগে রাবড়ি দেবী এই আসনে লড়তেন এবং জিততেন।

এনডিএ-তে বিজেপির শরিক নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-ও এবার ১০১টি আসনেই লড়বে। চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি ২৯টি আসনে লড়বে। জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ৬টি আসনে লড়বে। এর মধ্যে নীতীশ কুমার দল বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। চিরাগ পাসোয়ানের দলও কয়েকজন প্রার্থী ঘোষণা করেছে। জিতন রাম মাঝির দল ৬টি আসনের প্রার্থীই ঘোষণা করেছে।

অন্যদিকে, বিরোধী জোটের মধ্যে প্রধান প্রতিপক্ষ আরজেডি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কংগ্রেস এক্স হ্যান্ডেলে কয়েকজন প্রার্থীর নাম পোস্ট করলেও, প্রার্থী তালিকা প্রকাশ করেনি।

প্রসঙ্গত, আগামী ৬ ও ১১ নভেম্বর- দুই দফায় বিহারে ২৪৩ আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ১৪ নভেম্বর ভোট গণনা ও ফল প্রকাশ হবে।