BJP: ‘পাপ্পু বেচারা ব্যাটকে ভাবে গিটার’, ভারত-পাক ম্যাচ আবহে খোঁচা বিজেপির
INDIA Alliance: এ দিন বিজেপির তরফে একটি ছবি পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেট ময়দানে দাঁড়িয়ে রাহুল গান্ধী। হাতে ব্যাট ধরা। তবে ব্যাটিং করার মতো নয়, বরং গিটার যেভাবে বাজায়, সেভাবে ক্রিকেট ব্য়াট ধরে দাঁড়িয়ে রয়েছেন রাহুল।

নয়া দিল্লি: হাইভোল্টেজ শনিবার আজ। উইকএন্ডে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ১২ বছর পর ভারতের মাটিতে ফের বিশ্বকাপ হচ্ছে। আর যদি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হয়, তাহলে উত্তেজনা যেন ১০ গুণ বেড়ে যায়। আজ যখন গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল, সেখানেই হাই ভোল্টেজ ম্যাচ নিয়েও কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে একহাত নিল বিজেপি। ক্রিকেট মাঠে রাহুল গান্ধীর একটি গ্রাফিক্স দিয়েই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করল কেন্দ্রের শাসক দল।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এখন থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে শাসক ও বিরোধী দলগুলি। কেন্দ্রের গদি থেকে বিজেপিকে সরাতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা (ইউবিটি), জেডিইউ, আরজেডি সহ মোট ২৮টি বিরোধী দল মিলিত হয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। এবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচেও বিজেপির নিশানায় ইন্ডিয়া জোট।
पप्पू बेचारा बल्ले को ही समझता गिटार!
I.N.D.I. Alliance फिर हारने को तैयार… pic.twitter.com/u0TdrTlNrk
— BJP (@BJP4India) October 14, 2023
এ দিন বিজেপির তরফে একটি ছবি পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেট ময়দানে দাঁড়িয়ে রাহুল গান্ধী। হাতে ব্যাট ধরা। তবে ব্যাটিং করার মতো নয়, বরং গিটার যেভাবে বাজায়, সেভাবে ক্রিকেট ব্য়াট ধরে দাঁড়িয়ে রয়েছেন রাহুল।
রাহুল গান্ধীকে কটাক্ষ করেই বিজেপি লেখে, “বেচারা পাপ্পুই ব্যাটকে গিটার মনে করে। ইন্ডি জোট ফের হারতে প্রস্তুত…”।
এখনও অবধি কংগ্রেসের তরফে বিজেপির এই টুইট কটাক্ষের কোনও জবাব দেওয়া হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতিই বিজেপির তরফে এমনই আরেকটি পোস্টার সোশ্যাল মাধ্যমে শেয়ার করা হয়েছিল। সেই ছবিতে রাহুল গান্ধীকে রাবণের রূপে দেখা গিয়েছিল। ওই পোস্টার ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।





