Muhammad Yunus: বাংলাদেশে ‘ঘোলাটে’ পরিস্থিতি, ইউনূসকে এবার ঘেরাও করবে বিএনপি?
Bangladesh: তারেক রহমান আরও বলেন, "আগামিদিনে আর কোনও স্বৈরাচার, ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা না হতে পারে, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই সঠিক সময়।"

ঢাকা: ঘরে-বাইরে বিপদ। বাংলাদেশে প্রবল চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। নির্বাচনের দাবিতে প্রবল চাপ তৈরি হচ্ছে তার উপরে। এবার চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপি। “পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন“, ইউনূসকে এমনটাই বার্তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার ৬ মাস পর থেকেই বাংলাদেশে নির্বাচনের দাবি করা হচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার টালবাহানা করেছে এই নির্বাচন নিয়ে। কার্যত রাজনৈতিক দলগুলির চাপের মুখে পড়েই অন্তর্বর্তী সরকার জানিয়েছিল, চলতি বছরের শেষভাগে বা ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হতে পারে।
এবার বিএনপি নির্বাচন নিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে দিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে, স্বৈরাচার মোকাবিলা করা যাবে না“। লোভ আর লাভের প্রলোভন মুক্ত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি করেছে বিএনপি।
তারেক রহমান আরও বলেন, “আগামিদিনে আর কোনও স্বৈরাচার, ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা না হতে পারে, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই সঠিক সময়।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, “যদি কোনওদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয়, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এই নির্বাচনের জন্য আপনার (ইউনূস) সঙ্গে কোনও দ্বিধা-দ্বন্দ্ব হোক, তা চাই না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করুন।”

