AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pankaj Tripathi: স্বজনহারা পঙ্কজ ত্রিপাঠী, কলকাতা আসার পথে দুর্ঘটনায় সঙ্কটজনক বোন, বাঁচানো গেল না ভগ্নিপতিকে

Accident: বিকেল সাড়ে ৪টে নাগাদ ধানবাদের জিটি রোডের কাছে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি-কলকাতা ২ নম্বর জাতীয় সড়কের উপরে নিরসা বাজারের কাছে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়।

Pankaj Tripathi: স্বজনহারা পঙ্কজ ত্রিপাঠী, কলকাতা আসার পথে দুর্ঘটনায় সঙ্কটজনক বোন, বাঁচানো গেল না ভগ্নিপতিকে
দুর্ঘটনায় মৃত পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি, আহত বোন।Image Credit: Twitter
| Updated on: Apr 21, 2024 | 5:59 AM
Share

ধানবাদ: স্বজন হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়লেন তাঁর বোন ও স্বামী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বোন। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় আসছিলেন পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি ও ভগ্নিপতি রাকেশ তিওয়ারি।  রাকেশ রেলওয়েতে চাকরি করতেন। তাঁর পোস্টিং ছিল চিত্তরঞ্জনে।

বিকেল সাড়ে ৪টে নাগাদ ধানবাদের জিটি রোডের কাছে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি-কলকাতা ২ নম্বর জাতীয় সড়কের উপরে নিরসা বাজারের কাছে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রাকেশ তিওয়ারিই গাড়িটি চালাচ্ছিলেন। কীভাবে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পরই আহত দুইজনকে উদ্ধার করে ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করেন।

গুরুতর জখম হয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর বোনও। তাঁর পা ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। বোনকে দেখতে ধানবাদে যাওয়ার কথা পঙ্কজ ত্রিপাঠীর।