Jaipur Murder: রাজি নয় পরিবার, প্রেমিকাকে খুনের পর নিজের গলা কাটল প্রেমিক

Jaipur Murder: রাজস্থানের জয়পুরের ঘটনা। জানা গিয়েছে, কিষাণ এবং জ্যোতি পরস্পর-পরস্পরকে দীর্ঘদিন ধরেই ভালবাসতেন। তবে পরিবার নারাজ ছিল সম্পর্ক মেনে নিতে। অভিযোগ, এরপর সোমবার কিষাণ খুন করে জ্যোতিকে। পরক্ষণেই ধারাল অস্ত্র চালিয়ে দেয় নিজের গলায়।

Jaipur Murder: রাজি নয় পরিবার, প্রেমিকাকে খুনের পর নিজের গলা কাটল প্রেমিক
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 7:00 AM

জয়পুর: দীর্ঘ দিনের প্রেম। তবে পরিবার জানাজানি হতেই বিপত্তি। প্রেমিক-প্রেমিকা কাউকেই মেনে নেয়নি। অনেক বোঝানোর পরও কোনও লাভ না হওয়ায় শেষে কঠীন সিদ্ধান্ত নিল যুগল। প্রেমিকাকে খুনের পর নিজের গলা কেটে আত্মঘাতী প্রেমিক।

রাজস্থানের জয়পুরের ঘটনা। জানা গিয়েছে, কিষাণ এবং জ্যোতি পরস্পর-পরস্পরকে দীর্ঘদিন ধরেই ভালবাসতেন। তবে পরিবার নারাজ ছিল সম্পর্ক মেনে নিতে। অভিযোগ, এরপর সোমবার কিষাণ খুন করে জ্যোতিকে। পরক্ষণেই ধারাল অস্ত্র চালিয়ে দেয় নিজের গলায়। পুলিশ সূত্রে খবর, উভয়কেই লোহামান্ডি এলাকার একটি পুকুরে পাওয়া যায়। এলাকাবাসীই প্রথমে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আধিকারিকরা এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে পুলের জল। নীল জলের রঙ লাল হয়ে গিয়েছে।

দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় জ্যোতির। তবে কিষাণকে উদ্ধার করে স্থানীয় স্বামী মান সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলেছে তাঁর।