AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brother Killed: ‘বৌদির সঙ্গে এসব কতদিন ধরে চলছে?’ জানাজানি হতেই সেই কাজটা করে ফেললেন ছোট ভাই

Brother Killed: অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছে। বৌদির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ঘটনার রাতে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করেন বড় ভাই। তার থেকেই ঝগড়া শুরু।

Brother Killed: 'বৌদির সঙ্গে এসব কতদিন ধরে চলছে?' জানাজানি হতেই সেই কাজটা করে ফেললেন ছোট ভাই
এক ভাইয়ের হাতে খুন আর এক ভাইImage Credit: TV9 Network
| Updated on: Jun 03, 2024 | 7:50 PM
Share

কর্নাটক: দুই ভাইয়ের সম্পর্কে তেমন কোনও জটিলতা ছিল না। প্রতিবেশীরাও তেমন কিছু দেখেনি কোনওদিন। তাই আকস্মিক এমন ঘটনা ঘটে যাবে, তা ভাবতে পারেননি কেউ। একেবারে ধারাল অস্ত্রের কোপ বসানো হল বড় ভাইয়ের ওপর! মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু কেন এমন হল? প্রতিবেশীরা জানতে পারছেন ছোট ভাইয়ের সঙ্গে বৌদির সম্পর্কের কথা জানতে পেরেছিলেন দাদা।

কর্নাটকের গুন্ডলুপেটের ঘটনা। ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা সামনে আসার পরই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় বলে সূত্রের খবর। আর তার জেরেই এক ভাই অন্য ভাইকে হত্যা করে।

ঘটনার খবর পুলিশ যায় ঘটনাস্থলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ভাইকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের প্রাথমিক তদন্তে অবৈধ সম্পর্ক নিয়ে বিবাদের বিষয়টি উঠে আসছে, যার জেরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ বেড়ে যায় এবং একজন অপরজনকে হত্যা করে।

ঘটনাটি ঘটেছে চৌদহল্লী গ্রামে। মৃত আন্না কুমারের বয়স ৪৫ বছর। তাঁর ভাইয়ের বয়স ৩৯ বছর। অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছে। বৌদির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ঘটনার রাতে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করেন বড় ভাই। তার থেকেই ঝগড়া শুরু। তারপরই হয় খুন। ভাইয়ের খুন হওয়ার খবরে এলাকার মানুষ হতবাক। অবৈধ সম্পর্ক আর খুনের ঘটনা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা।