AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bullet Train: শীঘ্রই চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন, হাওড়া থেকেও ছুটবে ‘বুলেট’? স্পিড ৩৫০ কিমি প্রতি ঘণ্টা

Bullet Train: সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দিল্লি-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রুটের জন্য সার্ভে চলছে।

Bullet Train: শীঘ্রই চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন, হাওড়া থেকেও ছুটবে 'বুলেট'? স্পিড ৩৫০ কিমি প্রতি ঘণ্টা
Image Credit: Getty Image
| Updated on: Jul 02, 2025 | 5:38 PM
Share

নয়া দিল্লি: বুলেট ট্রেনের স্বপ্ন সত্যি হতে আর বেশি দেরী নেই। খুব শীঘ্রই দেশের রেল ট্যাকে ছুটবে সবথেকে দ্রুত গতির ট্রেন। যে পথ পার করতে ১৪ ঘণ্টা সময় লাগত, সেটাই এবার কমে হবে ৩ থেকে ৪ ঘণ্টা। ভারতে প্রথম যে বুলেট ট্রেন ছুটবে, সেটি ৬৫৭ কিলোমিটার রাস্তা পার করবে। কোন রুটে চলবে ট্রেন, কোন কোন জায়গার উপর দিয়ে যাবে, প্রকাশ্য়ে এসেছে সেই সব তথ্য।

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দিল্লি-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রুটের জন্য সার্ভে চলছে। সেই তালিকায় আছে দিল্লি-বারাণসী, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মাইসোর, দিল্লি-চণ্ডীগড়-অমৃতসর, বারাণসী-হাওড়া।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে বুলেট ট্রেন ছুটবে দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত। ৮৭৫ কিলোমিটার করিডরের অংশ হবে এটি। ট্রেনটি আলোয়ার, জয়পুর, আজমের, ভিলওয়ারা, চিতোরগড়, উদয়পুর ও দুঙ্গড়পুরের উপর দিয়ে যাবে এই ট্রেন। এই বুলেট ট্রেনের ৯টি স্টেশন থাকবে।

এই ট্রেনের গতি হতে পারে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা। একাধিক টানেল, ব্রিজের উপর দিয়ে যাবে এই ট্রেন। পাঁচটি নদী পার করবে এটি। রেলপথে একাধিক হেরিটেজ দর্শন হবে যাত্রীদের।