চাকরিতে ঢুকলেই হাতে পাবেন ১৫ হাজার টাকার বোনাস! বস-রাও পাবেন ইনসেনটিভ
Employment: শুধু কর্মীরা নয়, নিয়োগকর্তারাও ইনসেনটিভ পাবেন। নতুন কর্মী নিয়োগের জন্য ২ বছর পর্যন্ত ইনসেনটিভ পাবেন।

নয়া দিল্লি: চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমে সবুজ সঙ্কেত দিল। এই প্রকল্পের অধীনে চাকরি তৈরি, নতুন চাকরির সুযোগ পাওয়া যাবে।
কেন্দ্রীয় বাজেটেই এই স্কিমের কথা ঘোষণা করা হয়েছিল। ২০২৫ সালের অগস্ট থেকে ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে ৩৫ মিলিয়ন অর্থাৎ ৩.৫ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর জন্য খরচ করা হবে ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা। প্রায় ২ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই স্কিমের অধীনে নতুন কর্মীরা এক মাসের ইপিএফ পাবেন। দুই ধাপে ১৫ হাজার টাকা পাবেন কর্মীরা। কাজে ঢোকার ৬ মাস পর প্রথম ইন্সটলমেন্ট পাওয়া যাবে। এক বছর কাজ করার পর দ্বিতীয় ইন্সটলমেন্ট পাওয়া যাবে।
শুধু কর্মীরা নয়, নিয়োগকর্তারাও ইনসেনটিভ পাবেন। নতুন কর্মী নিয়োগের জন্য ২ বছর পর্যন্ত ইনসেনটিভ পাবেন। উৎপাদন সেক্টরে কর্মী নিয়োগ করলে, ৪ বছর পর্যন্ত ইনসেনটিভ পাবেন। এর জন্য তাদের কমপক্ষে ২ জন (যে সংস্থায় কর্মী সংখ্যা ৫০-র কম) বা ৫ জন (যেখানে কর্মীসংখ্যা ৫০-র বেশি) কর্মী নিয়োগ করতে হবে এবং তারা যেন অন্তত ৬ মাস কাজ করে।
প্রতি কর্মী পিছু ১ হাজার থেকে ৩ হাজার টাকা ইনসেনটিভ পাওয়া যাবে। সরকারের অনুমান, এই স্কিমে অন্তত ২.৬ কোটি নতুন চাকরি তৈরি হবে।

