Cabinet Decision On MSP : কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের বড় উপহার, বাড়ল খারিফ শস্যের MSP

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 08, 2022 | 6:33 PM

Kharif Crop MSP : খারিফ শস্যের MSP বাড়াতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ২০২২-২৩ বর্ষে প্রতি ক্যুইন্টাল চালের MSP বাড়ল ১০০ টাকা।

Cabinet Decision On MSP : কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের বড় উপহার, বাড়ল খারিফ শস্যের MSP
ছবি সৌজন্যে : গুগল

Follow Us

নয়া দিল্লি : বুধবার খারিফ শস্য়ের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (Marginal Support Price) বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২২-২৩ বর্ষের জন্য ধানের MSP ১০০ টাকা বাড়িয়ে ২,০৪০ টাকা প্রতি কুইন্টাল করেছে। পাশাপাশি অন্যান্যা খারিফ শস্যে MSP বাড়ানোর কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের কৃষক বড় স্বস্তি পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয়ে ক্যাবিনেট কমিটি (CCEA) ২০২২-২৩ শস্যবর্ষে সব ধরনের খারিফ শস্যের জন্য MSP বাড়ানোর এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আজকের ক্যাবিনেট মিটিংয়ে ১৪ টি খারিফ শস্যের দাম অনুমোদিত হয়েছে।’ গত বছর প্রতি ক্যুইন্টাল ধানের দাম ছিল ১,৯৪০ টাকা। এই বছর তা ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে প্রতি ক্যুইন্টাল ২,০৪০ টাকা। ‘A’ গ্রেডের ধানের দাম প্রতি ক্যুইন্টাল হয়েছে ২,০৬০ টাকা। গত বছর যা ছিল প্রতি ক্যুইন্টাল ১,৯৬০ টাকা। MSP বাড়ানোতে উপকৃত হবেন দেশের কৃষকরা। তাঁরা তাঁদের ফলন সম্পর্কে নিশ্চিত থাকবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে ‘আত্মনির্ভর ভারত’ এই উদ্দেশ্যকে আরও উৎসাহতি করবে বলেই মনে করা হচ্ছে। এই পদক্ষেপে বাইরের দেশ থেকে আমদানি কমবে ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে।

কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী বলেছেন যে, কৃষকদের আয় বাড়ানো ও কৃষিক্ষেত্রে সামগ্রিক আয় বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গত আট বছরে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। তিনি বলেছেন, ‘আমদানির উপর নির্ভরযোগ্যতা কমেছে। কৃষকদের আয় বেড়েছে।’ প্রসঙ্গত, কেন্দ্রের তরফে আনা তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে দিল্লির সীমানায় এক বছরব্যপী কৃষক আন্দোলন করে বিভিন্ন কৃষক সংগঠন। অবশেষে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে চাপের মুখে পড়ে গত বছরই তিন কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। এবার সেইসব ক্ষুব্ধ কৃষকদের মান ভাঙাতেই কেন্দ্রীয় সরকারের তরফে এই পদক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

Next Article