Operation Sindoor: শাহ-রাজনাথের পাশে রাহুল-সুদীপ, সংসদে কী নিয়ে হল আলোচনা?
Operation Sindoor: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। বুধবার মধ্য়রাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার এই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সমস্ত দলকে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হল সংসদের গ্রন্থাগার ভবনে।
এদিন সংসদের গ্রন্থাগার ভবনে সর্বদলীয় এই বৈঠকে কেন্দ্রের তরফে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বদলীয় বৈঠকে অংশ নেন। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরও একাধিক দলের নেতারা ছিলেন বৈঠকে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। বুধবার মধ্য়রাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
এদিন ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুর নিয়েই দেশের রাজনৈতিক দলগুলিকে অবহিত করে কেন্দ্র। বৈঠক শুরুর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “দেশ একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সমস্ত দলকে পরিস্থিতি জানানো সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশেই এই বৈঠক ডাকা হয়েছে। পুরো দেশ সেনার পাশে রয়েছে।”

