Homi Bhabha and Lal Bahadur Shastri Death : ভারতীয় পদার্থবিদ হোমি ভাবা ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করেছিল CIA? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
CIA Connection : হোমি ভাবা ও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্য়ুতে CIA যোগ রয়েছে। মার্কিন লেখক গ্রেগরি ডগলাসের বই 'কনভারসেশন উইথ দ্য ক্রো' CIA অপারেশনের ডিরেক্টরেটের সেই স্বীকারোক্তির উল্লেখ রয়েছে।
ভারতীয় বিজ্ঞানী হোমি ভাবাকে (Homi J Bhabha) হত্যা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। শুধু তাই নয়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকেও মার্কিন গোয়েন্দা সংস্থাই হত্যা করে। এমন বিস্ফোরক অভিযোগ যদিও নতুন নয়। ২০১৩ সালে প্রকাশিত ‘কনভারসেশন উইথ দ্য ক্রো’ নামে বইয়ে এমনটা দাবি করা হয়েছিল। নতুন করে বিতর্ককে উস্কে দিল সম্প্রতি ভারতীয় সাংবাদিকের করা একটি টুইট।
মার্কিন লেখক গ্রেগরি ডগলাস তাঁর বই ‘কনভারসেশন উইথ দ্য ক্রো’ (Conversation With The Crow) এ দাবি করেছেন, হোমি ভাবা ও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পিছনে মার্কিন গোয়েন্দা সংস্থার হাত ছিল। তৎকালী CIA-এর অপারেশন ডিরেক্টর রবার্ট ক্রোলির সঙ্গে কথোপকথনের সময় এমন বিস্ফোরক দাবি উঠে আসে। ক্রোলির সঙ্গে কথোপকথনের রেকর্ডই বই আকারে প্রকাশিত করেন গ্রেগরি ডগলাস। ভাবা ও শাস্ত্রীর মৃত্যুর সময় ক্রোলি সিআইএ-র অপারেশন ডিরেক্টরেটের দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিন সেই বইয়ের এক অংশের ছবি টুইটারে পোস্ট করেন এক ভারতীয় সাংবাদিক। সঙ্গে রবার্ট ক্রোলির সেই স্বীকারোক্তিও তুলে ধরেন তাঁর টুইটে।
ওই বইয়ে ক্রোলি দাবি করেন, ‘আমরা চাইনি ভারতীয়দের কাছে কোনও ধরনের পারমাণবিক অস্ত্র থাকুক। কারণ ঈশ্বর জানেন তারা এটা দিয়ে কী করতেন।’ কথোপকথনের সময় রবার্ট জানিয়েছেন, ভিয়েনা যাওয়ার সময় মৃত্যু হয় হোমি ভাবার। এয়ার ইন্ডিয়ার বাণিজ্যিক বিমানে যাচ্ছিলেন তিনি। যাত্রীবাহী বিমানে বিস্ফোরণ ঘটনার বিষয়ে রবার্ট বলেন, “আমি চিন্তত ছিলাম না। কারণ, সেই বিমানে আমার কোনও আত্মীয় ছিল না।” ক্রোলির আরও দাবি, ভিয়েনার বিমানে বিস্ফোরণ ঘটানো হয়। সেই বিস্ফোরণেই মারা যান ভারতীয় পদার্থবিদ হোমি ভাবা। তিনি বলেন, ‘ভিয়েনাতেই বিমানটি বিস্ফোরণ ঘটাতে পারতাম। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম উঁচু কোনও জায়গায় এই বিস্ফোরণ ঘটালে ভাল হয়। তাহলে পাহাড়ে প্লেনের টুকরোগুলি পড়ার সুযোগ পাবে।’
CIA killed India’s nuclear physicist Homi Bhabha and Prime Minister Lal Bahadur Shastri—confessions of Robert Crowley, the second in command of the CIA’s Directorate of Operations (in charge of covert operations), as recorded in a book by Gregory Douglas. pic.twitter.com/KLOoY61yrT
— Aarti Tikoo (@AartiTikoo) July 18, 2022
কথোপকথনে রবার্টের দাবি, লাল বাহাদুর শাস্ত্রী একজন গোপ্রেমী ছিলেন। হোমি ভাবার পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করতেন তিনি। তাই দুই জনকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সিআইএ। তিনি বলেন, “ভারতের হাতে বোমা চলে এলে তাদের শত্রু পাকিস্তানকে মেরে ফেলত’। এশিয়া থেকে ধান চাষ মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল CIA। রবার্ট ক্রোলি বলেন,’আমরা এমন রোগেরও বিস্তার ঘটিয়েছি যে যার ফলে এশিয়াতে ধান চাষের জমি পুরোপুরি নষ্ট করা যেতে পারে। এই রোগের সাহায্যে এশিয়া থেকে ভাত পুরোপুরি মুছে ফেলা যেত।’ প্রসঙ্গত হোমি ভাবার বিমান দুর্ঘটনায় আমেরিকার যোগ রয়েছে এই নিয়ে অনেক তত্ত্ব আগেই শোনা গিয়েছিল। সিআইএ-র অপারেশনের ডিরেক্টোরেট রবার্ট ক্রোলির স্বীকারোক্তি সেই তত্ত্বকেই সিলমোহর দিল বলে মনে করে অনেক বিশেষজ্ঞ।