টিভি দেখা নিয়ে বোনের সঙ্গে ঝামেলা, ভয়ানক পরিণতি
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পাড়াপড়শিরা রীতিমতো আতঙ্কগ্রস্ত। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)।
কেরল: টিভি দেখাকে কেন্দ্র করে তিন বোনের মধ্যে ঝামেলা। এর ফল হল মারাত্মক। অপমানে এক বোন আত্মহত্যা (Suicide) করল। ঘটনায় হতবাক বহু মানুষ। টিভি দেখা নিয়ে যে এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা এখনও বিশ্বাস করতে পারছে না তাদের বাবা মা। কেরলের ইদ্দুকি (Idukki) জেলার মানাক্কড় গ্রামের ঘটনা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পাড়াপড়শিরা রীতিমতো আতঙ্কগ্রস্ত। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানালার সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়েছিল ওই নাবালিকা। তার বয়স ১১ বছর।
সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মর্মান্তিক পরিণতি হল। জীবনের কাছে হার মানল নাবালিকা। ঘটনার জেরে শোক নেমে এসেছে এলাকায়। অন্য দুই বোনকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। ষষ্ঠ শ্রেণীতে পড়ত ওই নাবালিকা। বাবা মায়ের চোখে জল। আরও পড়ুন: ‘শিশু চুরি করতে গ্রামে ঢুকেছে সাধু’, মারধর গ্রামবাসীদের