Cloudburst hits Uttarakhand: ধরালির পর এবার থরালি, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড
Cloudburst hits Uttarakhand: মেঘভাঙা বৃষ্টির পর কাদাপাথরে ঢাকা পড়েছে থরালি-গলদাম রোড এবং থরালি-সাগওয়ারা রোড। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার কথা স্বীকার করে অতিরিক্ত জেলাশাসক বিবেক প্রকাশ বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। ত্রাণ শিবিরও খোলা হয়েছে।

চামোলি: ধরালির ভয়াবহ স্মৃতি এখনও তাজা। তারই মধ্যে ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে। এবার বিপর্যস্ত হল চামোলি জেলার থরালি। শুক্রবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ধস নামে। সেই ধসে চাপা পড়েছে বহু বাড়ি। অনেকেই নিখোঁজ বলে আশঙ্কা করছে প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, থরালি বাজার এলাকা এবং থরালি কমপ্লেক্স এলাকা ধসে চাপা পড়েছে। অনেক বাড়িঘর, সাব ডিভিশনাল মেজিস্ট্রেটের বাসভবন, দোকান এবং গাড়ি কাদাপাথরে ঢাকা পড়েছে।
সাগওয়ারা গ্রামে একটি বাড়িতে কাদাপাথরের নিচে এক নাবালিকা চাপা পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। একটি ভিডিয়োতে দেখা যায়, কাদাপাথর এবং জল পেরিয়ে কোনওরকমে বাড়ির বাইরে আসছেন বাসিন্দারা। তাঁদের উদ্ধারে নেমেছে প্রশাসন।
মেঘভাঙা বৃষ্টির পর কাদাপাথরে ঢাকা পড়েছে থরালি-গলদাম রোড এবং থরালি-সাগওয়ারা রোড। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার কথা স্বীকার করে অতিরিক্ত জেলাশাসক বিবেক প্রকাশ বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। ত্রাণ শিবিরও খোলা হয়েছে। চামোলির পুলিশ জানিয়েছে, অনেক স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেন, “গতরাতে চামোলির থরালিতে মেঘভাঙা বৃষ্টি প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে প্রচুর কাদাপাথর নেমে এসেছে। যার ফলে SDM-র বাসভবন-সহ প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।” গতরাত থেকেই উদ্ধারকাজে নেমেছে NDRF এবং SDRF। উদ্ধারকাজে নেমে সেনা।
#WATCH | Uttarakhand: There is a possibility of a lot of damage due to the cloud burst in Tharali tehsil of Chamoli last night. A lot of debris has come due to the cloudburst, due to which many houses, including the SDM residence, have been completely damaged: Chamoli DM, Sandeep… pic.twitter.com/3kGNYRSMdG
— ANI (@ANI) August 23, 2025
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, পরিস্থিতির উপর তিনি নজর রেখেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “গতকাল রাতে মেঘভাঙা বৃষ্টি হয়েছে থরালিতে। জেলা প্রশাসন, SDRF এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি এনং ব্যক্তিগত নজরদারি চালাচ্ছি। প্রত্যেকের সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।” প্রসঙ্গত, অগস্টের প্রথম সপ্তাহে মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিপর্যস্ত হয় উত্তরকাশীর ধরালি গ্রাম। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। চারজনের মৃত্যু হয়। নিখোঁজও হন অনেকে।

