Abhishek Manu Singhvi: রাহুলের স্লোগানে আপত্তি সিংভির! বিতর্ক বাড়তেই মুছল টুইট
Abhishek Manu Singhvi: সম্প্রতি বিহারের বিতর্কিত জাতি সুমারির রিপোর্ট সামনে এসেছে। আর সেই রিপোর্ট দেখে রাহুল গান্ধী প্রশংসা করেছেন। গোটা দেশে এই ধরনের সমীক্ষা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।
নয়া দিল্লি: ‘যিতনি আবাদি উতনা হক’ অর্থাৎ যে সম্প্রদায়ের সংখ্যা বেশি, তাদের অধিকার বেশি, এমনই বলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর রাহুলের সেই মত নিয়ে আপত্তি খাস কংগ্রেসের অন্দরেই! মঙ্গলবার কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এক্স মাধ্যমে যে পোস্ট করেছেন, তা থেকে অন্তত তেমনই মনে হচ্ছে। তিনি দাবি করেছেন, ওই স্লোগানের প্রতিক্রিয়া কী হতে পারে, তা মনে রাখা দরকার। এই স্লোগান সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দিতে পারে। যদিও পরে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সিংভি। মুছে ফেলেছেন ওই টুইট।
সম্প্রতি বিহারের বিতর্কিত জাতি সুমারির রিপোর্ট সামনে এসেছে। আর সেই রিপোর্ট দেখে রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিহারে এসসি, এসটি ও ওবিসি-ই মোট জনসংখ্যার ৮৪ শতাংশ। গোটা দেশের এমন সমীক্ষা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গেই রাহুল বলেছেন, ‘যিতনি আবাদি উতনা হক।’
টুইট মুছে ফেলেছেন সিংভিরাহুলের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন তুলেছেন, যারা সংখ্যায় বেশি, তাদের অধিকার বেশি এ কথা বলে কি সংখ্যালঘুদের গুরুত্ব কমাতে চাইছে কংগ্রেস? যারা সংখ্যায় কম, তাদের অধিকারের কী হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। আর এরপর সিংভির টুইট সামনে আসার পর চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।
তবে পরে সংবাদসংস্থার প্রশ্নের মুখে অভিষেক মনু সিংভি জানান, স্লোগান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, জাতি সুমারিকেও সমর্থন করছেন তিনি। এটা নেহাতই ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন সিংভি। পরে এক্স হ্যান্ডেল থেকে ওই পোস্ট সরিয়ে দেন তিনি।