Rahul Gandhi VIDEO: মাথায় সাদা তিলক, কেদারনাথে পুণ্যার্থীদের চা পরিবেশন করছেন রাহুল গান্ধী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 06, 2023 | 9:27 AM

Rahul Gandhi in Kedarnath: মন্দিরে পুজো দেওয়ার পর আরতিতেও অংশ নেন রাহুল। এরপর ভক্তদের জন্য আয়োজিত 'চা-সেবা'তেও হাত লাগান। নিজের হাতে সকল ভক্তদের মধ্যে চা পরিবেশন করেন রাহুল। সূত্রের খবর, রাতে কেদারনাথেই ছিলেন কংগ্রেস নেতা। আজও মন্দির চত্বরে আয়োজিত 'ভক্ত সেবা'-এ অংশ নেবেন তিনি।

Rahul Gandhi VIDEO: মাথায় সাদা তিলক, কেদারনাথে পুণ্যার্থীদের চা পরিবেশন করছেন রাহুল গান্ধী
কেদারনাথে রাহুল গান্ধী।
Image Credit source: Facebook

Follow Us

দেহরাদুন: দেশের সর্বোচ্চ পদাধিকারী থেকে সামান্য ফেরিওয়ালা-ঈশ্বরের সামনে সকলেই সমান। ধর্মীয় স্থানে ঠাই নেই কোনও বিভাজন বা রাজনীতির। সেই বার্তাই তুলে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার তিনি চারধামের অন্যতম, কেদারনাথে যান। সেখানে মন্দিরে পুজো দেন তিনি। পরে তাঁর মতোই দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের চা পরিবেশনও করলেন ওয়েনাডের সাংসদ।

রবিবারই উত্তরাখণ্ডে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনদিনের সফরে প্রথমদিনেই তিনি কেদারনাথ মন্দিরে যান। দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে সোজা গন্তব্য ছিল কেদারনাথ। বিকেলে হেলিকপ্টারে চেপে কেদারনাথ হেলিপ্যাডে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত ও কংগ্রেস কর্মীরা।

মন্দিরে পুজো দেওয়ার পর আরতিতেও অংশ নেন রাহুল। এরপর ভক্তদের জন্য আয়োজিত ‘চা-সেবা’তেও হাত লাগান। নিজের হাতে সকল ভক্তদের মধ্যে চা পরিবেশন করেন রাহুল। সূত্রের খবর, রাতে কেদারনাথেই ছিলেন কংগ্রেস নেতা। আজও মন্দির চত্বরে আয়োজিত ‘ভক্ত সেবা’-এ অংশ নেবেন তিনি।

এদিকে, কেদারনাথ ধামে পুজো দেওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেন রাহুল। ছবির ক্যাপশনে লেখেন, “আজ আমি উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম দর্শন করলাম এবং দেবাদিদেব মহাদেবের পুজো দিলাম। হর হর মহাদেব।”

মন্দিরে পুজো দিলেন রাহুল।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালে কেদারনাথে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় গৌরিকুণ্ড থেকে হেঁটে কেদারনাথ মন্দিরে গিয়েছিলেন তিনি। যদিও এবার হেলিকপ্টারেই গেলেন রাহুল।

Next Article