Mallikarjun Kharge: আলটপকা মন্তব্য নিয়ে দলের নেতাদের কড়া বার্তা কংগ্রেস সভাপতি খাড়্গের
CWC: শনিবার থেকে হায়দরাবাদে দু-দিন ব্যাপী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছে। সেই বৈঠকের প্রথম দিন দলীয় কর্মীদের জোটবার্তা দিয়েছিলেন কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধী। এবার বৈঠকের দ্বিতীয় দিন সেই একই সুর শোনা গেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের গলায়।
হায়দরাবাদ: লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে নতুন করে সেজে উঠেছে কংগ্রেস। গঠিত হয়েছে নতুন ওয়ার্কিং কমিটি। কিন্তু, এখনও দলের বিভিন্ন নেতাদের মধ্যে মতপার্থক্য প্রকট। বিভিন্ন রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতাদের আলটপকা মন্তব্য করতেও শোনা যায়। এই পরিস্থিতিতে ব্যক্তিস্বার্থ সরিয়ে রেখে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আলটপকা মন্তব্য নিয়েও দলীয় কর্মীদের বার্তা দেন তিনি।
শনিবার থেকে হায়দরাবাদে দু-দিন ব্যাপী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছে। সেই বৈঠকের প্রথম দিন দলীয় কর্মীদের জোটবার্তা দিয়েছিলেন কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধী। ‘ইন্ডিয়া’ জোটের জন্য সকলকে একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তিনি। এবার বৈঠকের দ্বিতীয় দিন সেই একই সুর শোনা গেল কংগ্রেস সভাপতির গলায়।
এদিন বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে মল্লিকার্জুন খাড়্গে বলেন, “গণতন্ত্র বাঁচাতে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত স্বার্থ ও মতানৈক্য দূরে সরিয়ে রেখে দলের সাফল্যকে অগ্রাধিকার দেওয়া উচিত।” দলীয় নেতাদের সতর্ক করে আলটপকা মন্তব্য থেকে দূরে থাকার পরামর্শ দেন কংগ্রেস সভাপতি। এপ্রসঙ্গে কর্নাটকের উদাহরণ তুলে তিনি বলেন, “সাংগঠনিক একতাকে গুরুত্ব দিয়ে শৃঙ্খলার মধ্য দিয়ে চললে কংগ্রেস বিরোধীকে পরাস্ত করতে পারে, এটা কর্নাটকে দেখা গিয়েছে।”
২০২৪ লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনেও শৃঙ্খলাবদ্ধ হয়ে লড়াইয়ে নামার ডাক দেন মল্লিকার্জুন খাড়্গে। চলতি বছর যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেগুলিতে সম্ভাব্য প্রার্থী নির্বাচনের ব্যাপারেও শীর্ষ নেতাদের দায়িত্ব দেন খাড়্গে।