AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress Rift: প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, রাহুলের প্রস্তাবিত নাম বাদ দিয়ে কেন্দ্রের প্রতিনিধি দলে ঠাঁই শশী থারুরের

Congress Rift:

Congress Rift: প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, রাহুলের প্রস্তাবিত নাম বাদ দিয়ে কেন্দ্রের প্রতিনিধি দলে ঠাঁই শশী থারুরের
শশী থারুর ও রাহুল গান্ধী।Image Credit: PTI
| Updated on: May 17, 2025 | 3:36 PM
Share

নয়া দিল্লি:  প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে কে থাকবেন, তা নিয়েই বিতর্ক চরমে। কেন্দ্রের তরফে শশী থারুরের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে, কংগ্রেসের দাবি তারা যে চারজন প্রতিনিধির নাম পাঠিয়েছিল, তাতে শশী থারুরের নাম ছিল না।

এ দিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন যে গত ১৬ মে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু পার্টির কাছে চারজন প্রতিনিধির নাম দিতে বলেছিলেন। এই প্রতিনিধিরা বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান এবং অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাবেন।

ওই দিন দুপুরেই কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চারজনের নাম পাঠান। তার মধ্যে ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভা সাংসদ গৌরব গগৌ, রাজ্যসভার সাংসদ ডঃ সইদ নাসির হুসেন ও লোকসভা সাংসদ রাজা ব্রার।

তবে কেন্দ্রের তরফে যখন ৭ সদস্যের প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করা হয়, তখন দেখা যায় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিরুবনন্তপুরমের চারবারের সাংসদ শশী থারুর। এই নিয়েই বিতর্ক চরমে উঠেছে। কংগ্রেসের প্রস্তাবিত নাম বাদ দিয়ে কেন শশী থারুরকে বেছে নিল বিজেপি সরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে, কংগ্রেসের এই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ বিজেপিও। তারা কটাক্ষ করে বলেছে, কংগ্রেস অন্য কারোর ভাল দেখতে পারে না। বিজেপি মুখপাত্র অমিত মালব্য লিখেছেন, “কংগ্রেসের প্রস্তাবিত প্রতিনিধির নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে”।