Ashok Gehlot-Sachin Pilot: রাহুলের সামনে ‘পিকচার পারফেক্ট’ গেহলট-পাইলট, মিষ্টি হাসির আড়ালেই চওড়া ফাটল?
Rajasthan Assembly election 2023: রাজস্থান নির্বাচনের আগে কংগ্রেসের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ গেহলট বনাম পাইলটের বিরোধ মেটানো। কারণ নির্বাচনে ফের যদি কংগ্রেস জয়ী হয়, তবে মুখ্য়মন্ত্রী কে হবেন, তা নিয়ে বিরোধ চরমে উঠবে।
নয়া দিল্লি: বছরের শেষেই বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2023)। তার আগেই বিরোধ চরমে দুই শীর্ষ নেতৃত্বের। অশোক গেহলট (Ashok Gehlot) ও সচিন পাইলট(Sachin Pilot)-র বিরোধের কারণেই পতন বা আসন্ন নির্বাচনে হারতে হতে পারে, এই আশঙ্কাতেই ভুগছে কংগ্রেস (Congress)। রাজস্থানে দলীয় কোন্দল এড়াতেই দিল্লিতে তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলটকে। সোমবার চার ঘণ্টার বৈঠকের পরই কংগ্রেসের তরফে ঐক্যের বার্তা দেওয়া হয়। তবে এই দেখনদারি নিয়েই উঠেছে প্রশ্ন, কারণ কংগ্রেস সূত্রে খবর, বিরোধ মেটা তো দূর, সমাধান সূত্রও খুঁজে পাওয়া যায়নি বৈঠকে।
রাজস্থান নির্বাচনের আগে কংগ্রেসের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ গেহলট বনাম পাইলটের বিরোধ মেটানো। কারণ নির্বাচনে ফের যদি কংগ্রেস জয়ী হয়, তবে মুখ্য়মন্ত্রী কে হবেন, তা নিয়ে বিরোধ চরমে উঠবে। কর্নাটকে যেভাবে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্যে বিরোধ মেটাতে পেরেছে, সেই ফর্মুলা রাজস্থানের ক্ষেত্রে নাও কার্যকর হতে পারে।
সূত্রের খবর, সোমবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধী। প্রায় চার ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। এরমধ্যে প্রথম দুই ঘণ্টা গেহলটের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন রাহুল ও মল্লিকার্জুন খাড়্গে। পরে সচিন পাইলটের সঙ্গে কথা বলেন। শেষে চার নেতা একসঙ্গে বসে কথা বলেন। তবে সেখানে দুই নেতার মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এমনটাই জানা গিয়েছে।
যদিও সোমবার খাড়্গের বাড়িতে বৈঠকের পর কংগ্রেসের তরফে জানানো হয়, দুই নেতাই দলের দেওয়া প্রস্তাবনায় রাজি হয়েছেন। আসন্ন নির্বাচনে মিলিতভাবে তাঁরা লড়বেন। দলের তরফে কী প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা খোলসা না করলেও, প্রবীণ নেতা কেসি বেণুগোপাল জানান, অশোক গেহলট ও সচিন পাইলট দুইজনই মিলিতভাবে কাজ করতে রাজি। আসন্ন নির্বাচনে তাদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হবে। কে কোন দায়িত্ব পাবে, তা শীর্ষ নেতৃত্ব ঠিক করে দেবে।
তবে কংগ্রেসের অন্দর মহলের খবর, বৈঠকে মুখ্য়মন্ত্রী অশোক গেহলট তাঁর অবস্থানে অনড় ছিলেন এবং পাইলটের সঙ্গে বিরোধ মেটাতে কোনও রকম আপোস করতে চাননি। এদিকে, সেইদিন সকালে গেহলট দিল্লিতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, তিনি সচিন পাইলটের সঙ্গে মিলিতভাবে কাজ করবেন এবং আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়ী হবেন। কংগ্রেসকর্মীদের ধৈর্য্য ধরতেও বলেন তিনি। তবে সেটি সম্পূর্ণরূপেই কেবল ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বলেই মনে করছেন কংগ্রেস কর্মীরা।