মুম্বই: ইন্ডিয়া জোটের বৈঠকে হঠাৎ দেখা মিলল প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বলের ((Kapil Sibal)। রাজ্য়সভার সাংসদকে দেখেই ওঠে একাধিক প্রশ্ন। জল্পনা শুরু হয়, প্রবীণ নেতা কি নতুন কোনও দলে যোগ দিচ্ছেন? ইন্ডিয়া (INDIA) জোটে তাঁর উপস্থিতি কেন, তা নিয়েও গুঞ্জন শুরু হয়। সূত্রের খবর, কপিল সিব্বলকে দেখে বেজায় চটেছেন বেশ কয়েকজন কংগ্রেস (Congress) নেতা। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সাফ জানিয়েছেন, প্রাক্তন কংগ্রেস নেতার উপস্থিতি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই।
আরব সাগরের তীরে দুইদিনের বৈঠকে বসেছে ইন্ডিয়া জোট। এটি বিরোধী জোটের তৃতীয় বৈঠক। বৃহস্পতিবার বিরোধী নেতাদের মধ্যে আলাপচারিতা ও পরে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল। মূল বৈঠক হচ্ছে আজ। ইতিমধ্য়েই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। চলবে দুপুর দুটো অবধি। বৈঠকে যোগ দিতে যখন একের পর এক বিরোধী দলের নেতারা আসছিলেন, সেখানেই দেখা যায়, হাজির হয়েছেন রাজ্য়সভার সাংসদ কপিল সিব্বল। এদিকে, তাঁকে তো আমন্ত্রণ জানানো হয়নি!
প্রবীণ নেতাকে দেখে কথা বলতে এগিয়ে যান অনেকে। খোশগল্প জুড়ে দেন এনসিপি নেতা শরদ পওয়ার ও সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরী। তাঁর হাত ধরে ভিতরেও নিয়ে যাওয়া হয়। এদিকে, প্রাক্তন কংগ্রেস নেতাকে দেখে চটে যান বর্তমান নেতারা। সূত্রের খবর, অনেক নেতাই প্রশ্ন তোলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে তো কপিল সিব্বলকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তিনি এসেছেন কেন?
সূত্র মারফত আরও জানা গিয়েছে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করেছেন কপিল সিব্বল। তাঁর এই সাক্ষাৎ নিয়ে অভিযোগ-আপত্তি তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, তাঁর কাউকে নিয়ে কোনও সমস্যা বা আপত্তি নেই।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ মে কংগ্রেস থেকে ইস্তফা দেন কপিল সিব্বল। দলের বিরুদ্ধে বহু ক্ষোভ থাকলেও, ইস্তফার পর তিনি বলেন, “আমার কোনও ক্ষোভ বা আক্ষেপ নেই। এগিয়ে চলার সময় এসেছে। বর্তমানে দেশের সমস্যা নিয়ে কেউ চিন্তিত নন, সকলে রাজনীতি করতে ব্যস্ত। তাই আমি দেশের স্বাধীন কণ্ঠ হতে চাই”। ওই মাসেরই ২৬ তারিখ সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে রাজ্যসভা প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন সিব্বল। বর্তমানে রাজ্যসভার সাংসদই তাঁর পরিচয়। অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগ নেই।