Corona Cases and Lockdown News Live: সংক্রমণের গতি কমলেও বাড়ছে মৃৃত্যুহার, ১৪ দিনের লকডাউন জারি তামিলনাড়ুতে

ঈপ্সা চ্যাটার্জী |

May 09, 2021 | 10:00 AM

আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন।

Corona Cases and Lockdown News Live: সংক্রমণের গতি কমলেও বাড়ছে মৃৃত্যুহার, ১৪ দিনের লকডাউন জারি তামিলনাড়ুতে
মুজাফ্ফরপুরে অক্সিজেন সিলিন্ডার ভরানোর লাইন। ছবি:PTI

Follow Us

লকডাউউন, কার্ফুর চাপে দেশে দাৈনিক সংক্রমণের হার গতকালের তুলনায় কিছুটা হলেও কমল। যেখানে বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল  ৪  লক্ষ ১৪ হাজার ১৮৮, সেখানেই গত ২৪ ঘণ্টায়করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। তবে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে ভারত. গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮  লক্ষ ৯২ হাজার ৬৭৬-এ।  এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬।

দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন।   মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ২৭০-র গণ্ডি পার করেছে।

এ দিকে, সংক্রমণ বৃদ্ধিতে একের পর এক রাজ্যে লকডাউন জারি করা হচ্ছে। এদিন তামিলনাড়ু সরকার লকডাউন জারি করল। পুণে প্রশাসনও এক সপ্তাহের লকডাউন জারি করেছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 May 2021 04:26 PM (IST)

    এ বার দেশের হাতে করোনা নিরাময়ের ওষুধ, ছাড়পত্র দিলেন ড্রাগ কন্ট্রোলার

    দেশে বেলাগাম করোনা সংক্রমণ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। এই পরিস্থিতিতে দেশের হাতে করোনা নিধনের ৩ ভ্যাকসিন থাকলেও কোনও বিশেষ অ্যান্টিভাইরাল ড্রাগ ছিল না। করোনা আক্রান্তকে চিকিৎসা দেওয়ার জন্য ভরসা ছিল একমাত্র রেমডেসিভির। আর সেই রেমডেসিভিরেরও চরম আকাল। এই পরিস্থিতিতে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অরগানাইজেশন ও ডঃ রেড্ডিজ ল্যাব নিয়ে এল করোনা নিরাময়ের ওষুধ ২ডিজি (২-ডিঅক্সি- গ্লুকোজ)।

    বিস্তারিত পড়ুন: এ বার দেশের হাতে করোনা নিরাময়ের ওষুধ, ছাড়পত্র দিলেন ড্রাগ কন্ট্রোলার

  • 08 May 2021 04:25 PM (IST)

    ‘রিপোর্ট নেগেটিভ হলেও ভর্তি করা যাবে কোভিড হাসপাতালে’, নিয়ম বদলে বড় ঘোষণা কেন্দ্রের

    কোভিড (COVID 19) টেস্টের রিপোর্ট নেগেটিভ, অথচ উপসর্গ করোনার। এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। অনেকেই শ্বাসকষ্ট-সহ করোনার মারাত্মক উপসর্গ নিয়ে হাসপাতালে গেলেও রিপোর্ট নেগেটিভ হওয়ায় চিকিৎসা পাচ্ছেন না। আর এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল কেন্দ্র। কোভিড রোগীর ভর্তির ক্ষেত্রে নীতি বদল করল স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। রিপোর্ট নেগেটিভ হলেও এবার কোভিড হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না।

    বিস্তারিত পড়ুন: ‘রিপোর্ট নেগেটিভ হলেও ভর্তি করা যাবে কোভিড হাসপাতালে’, নিয়ম বদলে বড় ঘোষণা কেন্দ্রের


  • 08 May 2021 11:45 AM (IST)

    পশ্চিম ইম্ফলে জারি হল কার্ফু

    মণিপুরের পশ্চিম ইম্ফলে আগামী ১৭ মে অবধি জারি করা হল কার্ফু। কেবলমাত্র জরুরি পরিষেবা, করোনা পরীক্ষা ও টিকা নিতে যাওয়ার ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

     

  • 08 May 2021 11:35 AM (IST)

    শিশুরাই বেশি করোনা ছড়ায়, বলছে গবেষণা

    গবেষণায় দেখা দিয়েছে, শিশুদের মধ্যে “ভাইরাল লোড” প্রাপ্তবয়স্কদের তুলায় অপেক্ষাকৃত বেশি থাকায় আরও দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। উল্লেখ্য, ভাইরাল লোড বলতে মানবদেহে ভাইরাস বহন করার ক্ষমতাকে বোঝায়।

     

    বিস্তারি্ত পড়ুন: প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি কার্যকরী রূপে করোনা ছড়ায় শিশুরা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

  • 08 May 2021 11:32 AM (IST)

    ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিন্তা নয়, জানালেন নীতি আয়োগের সদস্য

    রাজধানীতে করোনার দাপাদাপির পাশাপাশি নতুন করে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মিউকোরমাইকেসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালের তরফে জানানো হয়, একাধিক করোনা রোগীর মধ্যে এই ছত্রাক সংক্রমণ দেখা দিচ্ছে, যা প্রাণঘাতী রূপও নিতে পারে। তবে দেশবাসীকে আশ্বস্ত করে নীতি আয়োগের সদস্য ভিকে পাল শুক্রবার জানান, এটি এখনও সেভাবে ছড়িয়ে পড়েনি এবং এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও রয়েছে।

     

    বিস্তারিত পড়ুন: এখনও ভয়াবহ রূপ নেয়নি ব্ল্যাক ফাঙ্গাস, সংক্রমণ থেকে বাঁচার উপায় জানালেন নীতি আয়োগের সদস্য

  • 08 May 2021 11:28 AM (IST)

    করোনা ঢেউয়েও পিছু ছাড়ছে না ধর্মবিশ্বাস

    শুক্রবার একই ছাদের নীচে শতাধিক মানুষ নমাজ পড়তে আসেন হায়দরাবাদে চারমিনারের কাছে অবস্থিত মক্কা মসজিদে। এদের মধ্যে অধিকাংশই মাস্ক ছাড়া। এত লোকজনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব ছিল না, তা বলার অপেক্ষা রাখে না।

     

    বিস্তারিত পড়ুন: শিকেয় সামাজিক দূরত্ব, রমজানের শেষ শুক্রবারের নমাজ পড়তে গাদাগাদি ভিড় মক্কা মসজিদে

  • 08 May 2021 11:21 AM (IST)

    সিঙ্গাপুরে বাতিল হচ্ছে ওয়ার্ক পাস

    করোনা সংক্রমণ বাড়তেই কাজের সূত্রেো সিঙ্গাপুরে আগত ব্যক্তিদের সংখ্যা কমাতে শুরু করল প্রশাসন। ভারত সবৃহ একাধিক দেশের উপর এই নির্দেশ জারি করা হয়েছে। যে সমস্ত ব্যক্তি ওয়ার্ক পাস নিয়ে সিঙ্গাপুরে যেতেন এবং  তাঁদের সঙ্গে যারা যেতেন, তাঁদের মোট সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে আগামী সপ্তাহ থেকে।

     

    বিস্তারিত পড়ুন: করোনার কোপে ভয়ভীত সিঙ্গাপুরও, কমানো হচ্ছে কর্মসূত্রে বিদেশ থেকে আগত কর্মীর সংখ্যা

  • 08 May 2021 11:17 AM (IST)

    তাইল্যান্ড থেকে এল ২০০ অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিজেন কনসেনট্রেটর

    ভারতকে করোনা যুদ্ধে সাহায্য করতে তাইল্যান্ড সরকারের তরফে ২০০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হল। এছাড়াও সেখানে বসবাসকারী ভারতীয় গোষ্ঠীর তরফে আরও ১০০টি অক্সিজেন সিলিন্ডার ও ৬০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হয়েছে।

     

  • 08 May 2021 11:13 AM (IST)

    জনতা কার্ফু ভেঙেই চলছে বাজার-পাট

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সপ্তাহশেষে জনতা কার্ফু জারি হয়েছে কর্নাটকে। কিন্তু তার লেশমাত্র দেখা গেল না হুবলির সবজি বাজারের। সামাজিক দূরত্ব ভুলেই সাধারণ মানুষ কেনাবেচায় ব্যস্ত। আগামী ১০ মে থেকে ২৪ মে অবধি রাজ্যজুড়ে লকডাউনও জারি করা হয়েছে।

     

  • 08 May 2021 10:17 AM (IST)

    তামিলনাড়ুতে ১৪ দিনের লকডাউন

    সরকার ববদল হতেই আগে করোনা মোকাবিলায় তৎপর হল ডিএমকে সরকা্র। আগামী ১৮ দিনের জন্য রাজ্য লকডাউন জারি কতরল সরকার। ১০ মে থেকে ২৪ মে অবধি জারি থাকবে লকডাউন।

  • 08 May 2021 10:16 AM (IST)

    পুণে পুলিশ সপ্তাহজুড়ে জারি করল লকডাউন

    বাড়তি সংক্রমণের কারণে মহারাষ্ট্রের পুণেতে ফের একবার লকডাউন জারি করল পুণে প্রশাসন। আগামী এক সপ্তাহের জন্য লকডাউন জারি করল পুণে প্রশাসন। লকডাুন চলাকাীন কেবল ওষুধের দোকানই খোলা রাখা যাবে।