শিকেয় সামাজিক দূরত্ব, রমজানের শেষ শুক্রবারের নমাজ পড়তে গাদাগাদি ভিড় মক্কা মসজিদে
গত বছরের তাবলিঘি জামাত থেকে শুরু করে চলতি বছরের কুম্ভ স্নান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ মানুষের জমায়েতে প্রশ্ন উঠেছে কেন্দ্র ও রাজ্যের করোনাবিধির কার্যকারিতা এবং সাধারণ মানুষের সচেতনতা নিয়ে।
হায়দরাবাদ: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। হাসপাতালগুলিতে জায়গা নেই, অক্সিজেন সঙ্কট মেটাতে হিমশিম খাচ্ছে রাজ্য। এক কথায়, প্রতিদিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তবুও হুঁশ নেই সাধারণ মানুষের, তার প্রমাণ মিলল আরও একবার। শুক্রবারের নমাজ পড়তে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল চারমিনারের কাছে অবস্থিত মক্কা মসজিদে।
রমজান মাস চলায় মুসলিম ধর্মাবলম্বীরা কড়া নিয়ম-কানুন মেনে চলেন, দিনে পাঁচবার নমাজ পড়েন। শুক্রবার দিনটিকে নমাজ পড়ার জন্য বিশেষ মানা হয়। রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায়, ভিড় তাই উপচে পড়ছিল মসজিদগুলিতে।
শুক্রবার একই ছাদের নীচে শতাধিক মানুষ নমাজ পড়তে আসেন হায়দরাবাদে, এদের মধ্যে অধিকাংশই মাস্ক ছাড়া। এত লোকজনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব ছিল না, তা বলার অপেক্ষা রাখে না।
Congratulations Hyderabad For Covid Free This Is Mecca Masjid Today !!! pic.twitter.com/NUFBfiVNRb
— Sameet Thakkar (@thakkar_sameet) May 7, 2021
এ দিকে, মসজিদে এত ভিড়ের ছবি ভাইরাল হতেই তেলঙ্গনা সরকার ফের একবার নিয়মের কড়াকড়ি জারি করে। রাজ্যের তরফে একদিকে যেমন নৈশ কার্ফুর মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়, তারই পাশাপাশি জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে ১০০ জন ও শেষকৃত্যের অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। এছাড়াও জনসমক্ষে সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিগত কয়েকদিন ধরেই তেলঙ্গনায় প্রতিদিন ছয় হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কেবল গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। বর্তমানে রাজ্যে ৪ লক্ষ ৮৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ।
আরও পড়ুন: বাংলার যে কোনও প্রয়োজন মেটাতে তৈরি কেন্দ্র, মুখ্যমন্ত্রীকে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
গত বছরের তাবলিঘি জামাত থেকে শুরু করে চলতি বছরের কুম্ভ স্নান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ মানুষের জমায়েতে প্রশ্ন উঠেছে কেন্দ্র ও রাজ্যের করোনাবিধির কার্যকারিতা এবং সাধারণ মানুষের সচেতনতা নিয়ে।